Dhaka ০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আরেক দফা পেছাল নাসার ‘আর্টেমিস ২’ মিশন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / ১০৩৯ জন সংবাদটি পড়েছেন

চাঁদে মানব নভোচারী পাঠানোর জন্য আসন্ন আর্টেমিস মিশনের নির্ধারিত সময় পিছিয়ে নতুন সূচি ঘোষণা করেছে নাসা।

এ বছর জানুয়ারিতে সময়সূচি স্থগিত করার পর, এটি মিশন পেছানোর দ্বিতীয় ঘটনা বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি বলেছে, এখন ২০২৬ সালের এপ্রিলে আর্টেমিস ২ মিশন হতে পারে। পাশাপাশি, আর্টেমিস ৩ মিশনে যাওয়ার পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে।

আর্টেমিস ১-এর পরীক্ষামূলক ফ্লাইটের সময় ওরিয়ন মহাকাশযানের হিট শিল্ড-এ সমস্যা দেখা দেয়, যেটি মিশন পিছিয়ে যাওয়ার আংশিক কারণ। সে পরীক্ষামূলক মিশনে, হিট শিল্ডের পোড়া উপাদান অপ্রত্যাশিতভাবে উধাও হয়ে যায়।

ফ্লাইটের পর মহাকাশযানটির ভেতরের ডেটা অবশ্য দেখিয়েছে, হিট হিল্ড অপ্রত্যাশিত আচরণ করলেও, ওই ফ্লাইটের সময় নভোচারী থাকলে তাপমাত্রা তার জন্য নিরাপদই থাকত। তবে, এটি এমন এক বিষয় যেখানে কেউই ঝুঁকি নিতে চাইবে না।

“ভিক্টর, ক্রিস্টিনা, জেরেমি এবং আমি এ সিদ্ধান্তের সবকিছু অনুসরণ করছি। নভোচারীসহ একটি মহাকাশযানের নিরাপত্তার স্বার্থে নাসার এমন অকপট সিদ্ধান্তে আমরা কৃতজ্ঞ।” – বলেছেন নাসার মহাকাশচারী রিড ওয়াইজম্যান, যিনি আর্টেমিস ২ মিশনের নেতৃত্ব দেবেন।

“আর্টেমিস ২ উৎক্ষেপণ এবং চাঁদ ও মঙ্গলে মানুষের অনুসন্ধানে নতুন মাত্রা যোগ করতে দারুণ এক্সাইটেড আমরা।”

অন্য তিনজন আর্টেমিস ২ ক্রু সদস্য হলেন নাসার ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন।

আর্টেমিস ২-এর ১০ দিনের মিশন হওয়ার কথা রয়েছে। এটি চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবে। চাঁদে অবতরণ না করলেও এটি আর্টেমিস ৩ মিশনের আগে পরীক্ষামূলক এ ফ্লাইট ওরিয়ন স্পেস ক্যাপসুল সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করবে। আর্টেমিস ৩ মিশনে চাঁদের দূরবর্তী পাশ অর্থাৎ দক্ষিণ মেরুতে একটি দলের অবতরণ করার কথা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আরেক দফা পেছাল নাসার ‘আর্টেমিস ২’ মিশন

প্রকাশের সময় : ১২:৩৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

চাঁদে মানব নভোচারী পাঠানোর জন্য আসন্ন আর্টেমিস মিশনের নির্ধারিত সময় পিছিয়ে নতুন সূচি ঘোষণা করেছে নাসা।

এ বছর জানুয়ারিতে সময়সূচি স্থগিত করার পর, এটি মিশন পেছানোর দ্বিতীয় ঘটনা বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি বলেছে, এখন ২০২৬ সালের এপ্রিলে আর্টেমিস ২ মিশন হতে পারে। পাশাপাশি, আর্টেমিস ৩ মিশনে যাওয়ার পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে।

আর্টেমিস ১-এর পরীক্ষামূলক ফ্লাইটের সময় ওরিয়ন মহাকাশযানের হিট শিল্ড-এ সমস্যা দেখা দেয়, যেটি মিশন পিছিয়ে যাওয়ার আংশিক কারণ। সে পরীক্ষামূলক মিশনে, হিট শিল্ডের পোড়া উপাদান অপ্রত্যাশিতভাবে উধাও হয়ে যায়।

ফ্লাইটের পর মহাকাশযানটির ভেতরের ডেটা অবশ্য দেখিয়েছে, হিট হিল্ড অপ্রত্যাশিত আচরণ করলেও, ওই ফ্লাইটের সময় নভোচারী থাকলে তাপমাত্রা তার জন্য নিরাপদই থাকত। তবে, এটি এমন এক বিষয় যেখানে কেউই ঝুঁকি নিতে চাইবে না।

“ভিক্টর, ক্রিস্টিনা, জেরেমি এবং আমি এ সিদ্ধান্তের সবকিছু অনুসরণ করছি। নভোচারীসহ একটি মহাকাশযানের নিরাপত্তার স্বার্থে নাসার এমন অকপট সিদ্ধান্তে আমরা কৃতজ্ঞ।” – বলেছেন নাসার মহাকাশচারী রিড ওয়াইজম্যান, যিনি আর্টেমিস ২ মিশনের নেতৃত্ব দেবেন।

“আর্টেমিস ২ উৎক্ষেপণ এবং চাঁদ ও মঙ্গলে মানুষের অনুসন্ধানে নতুন মাত্রা যোগ করতে দারুণ এক্সাইটেড আমরা।”

অন্য তিনজন আর্টেমিস ২ ক্রু সদস্য হলেন নাসার ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন।

আর্টেমিস ২-এর ১০ দিনের মিশন হওয়ার কথা রয়েছে। এটি চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবে। চাঁদে অবতরণ না করলেও এটি আর্টেমিস ৩ মিশনের আগে পরীক্ষামূলক এ ফ্লাইট ওরিয়ন স্পেস ক্যাপসুল সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করবে। আর্টেমিস ৩ মিশনে চাঁদের দূরবর্তী পাশ অর্থাৎ দক্ষিণ মেরুতে একটি দলের অবতরণ করার কথা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।