পাংশায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাংচুরের ঘটনায় পারস্পরিক দোষারোপ
- প্রকাশের সময় : ০৭:১৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ১০২২ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর নিয়ে স্থানীয় বিএনপির বিবাদমান দুটি পক্ষ একে অপরকে দায়ী করেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ভাংচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পাংশা বিএনপিতে সাবেক সাংসদ নাসিরুল হক সাবু ও সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ গ্রæপে বিভক্ত দীর্ঘদিন ধরে। এ ধারা ইউনিয়ন পর্যায়ে বিস্তৃত। পাট্টা ইউনিয়ন বিএনপির কার্যালয়টি সাবু গ্রæপের সমর্থকরা নিয়ন্ত্রণ করে। এ গ্রæপের নেতৃত্বে রয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুরাদ বিশ^াস। হারুন গ্রæপের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকিদুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যার পরে পাট্টা ইউনিয়নের জোনা পাট্টা বাজারে অবস্থিত বিএনপি কার্যালয় ভাংচুর করে দুর্বৃত্তরা। ওই সময় এলাকার তিনটি বাড়িও ভাংচুর করা হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুরাদ বিশ^াস জানান, পাট্টায় বিএনপির দুটি কমিটি। একটিতে সভাপতি তিনি ও সম্পাদক মো. মাসুম। অপরটির সভাপতি আরিফ হোসেন এবং সম্পাদক মাহবুবুর রহমান। তিনি সাবেক সাংসদ সাবুর অনুসারী। গত মঙ্গলবার বিকেলে তাদের পাশর্^বর্তী ইউনিয়ন সাওরাইলে টিসিবির কার্ড নিয়ে ঝামেলা ও হাতাহাতি হয়। বিকেলে কৃষকদলের একটি প্রোগ্রাম করাকালীন খবর পান আকিদুল ইসলামের নেতৃত্বে লোকজন লাঠিসোঠা নিয়ে সংগঠিত হচ্ছে। ঝামেলা এড়াতে কৃষকদলের মিটিং সংক্ষিপ্ত করে কার্যালয় ত্যাগ করেন। সন্ধ্যায় জানতে পারেন তাদের কার্যালয় ভাংচুর করেছে ওরা। তখনই বিষয়টি পুলিশ ও সেনা ক্যাম্পে অবহিত করেন।
পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা আকিদুল ইসলাম জানান, সাওরাইল ইউনিয়নের বিষয় নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। ওখানে দুটি বোমা ফাটানো হয়। তিনি সাওরাইল ইউনিয়ন বিএনপির সভাপতিকে বলেন, যারা বোমা ফাটিয়েছে তাদের বিচার করেন। পাট্টার বাহেরমোড় বাজার সমিতির নির্বাচন চলছে। এ নির্বাচনকে ঘিরে একটি মিছিল বের হয়। মিছিলে কারও সাথে কোনো ঝামেলা হয়নি। ওরা নিজেরাই ক্লাব ভেঙে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। আসলে সামনে বাজারের নির্বাচন। এ নির্বাচনকে ঘিরেই ঘটনা ঘটিয়ে তাদের উপর দায় চাপাচ্ছে।
পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, পাট্টায় ভাংচুর ও ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়েছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।