Dhaka ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এক সঙ্গে ৩ ছেলে সন্তানের জন্ম দিলেন সখিনা বেগম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / ১০৮৪ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর পাংশার একটি বেসরকারি ক্লিনিকে এক সঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন সখিনা বেগম নামের এক গৃহবধূ। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে পাংশা উপজেলার আধুনিক ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারীর মাধ্যমে তিনটি সন্তানের জন্ম হয়। গৃহবধূ সখিনা বেগম রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের বিল্লাল খানের স্ত্রী। বিল্লাল খান পেশায় একজন কৃষক। তাদের আরও একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

বিল্লাল খান জানান, তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তাকে আধুনিক ক্লিনিকে ভর্তি করান। সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসবের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। ডাক্তাররা তাকে নরমাল ডেলিভারীর কথা বললে তিনি রাজী হন। পরে এক সঙ্গে তিনটি ছেলে সন্তান জন্ম হয়। এতে তিনি খুশী।

পাংশা আধুনিক ক্লিনিকের গাইনি কনসালটেন্ট ডা. আকতিনা সুমনা বলেন, ওই গৃহবধূর বয়স প্রায় ৪০ বছর। তার আগের সন্তান নরমাল ডেলিভারীর মাধ্যমে জন্ম হয়েছে। শরীর অনেক দুর্বল ছিল। এজন্য তার স্বামীকে নরমাল ডেলিভারী করানোর জন্য বলেন। কিন্তু সে প্রথমে রাজী হয়নি। পরে অনেক বোঝানোর পর রাজী হয়। নরমাল ডেলিভারীর মাধ্যমে তিনটি ছেলে সন্তান হয়। প্রথম দুটি নবজাতক পরপর হলেও তৃতীয়টি তার পাঁচ মিনিট পরে জন্ম নেয়। এদের ওজন যথাক্রমে ১৬৫০ গ্রাম, ১৭শ গ্রাম ও ১৮শ গ্রাম। বর্তমানে তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের সুস্থ রাখার জন্য তিনটি সন্তানকে সব সময় মায়ের কাছে রাখতে বলা হয়েছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এক সঙ্গে ৩ ছেলে সন্তানের জন্ম দিলেন সখিনা বেগম

প্রকাশের সময় : ০৯:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

রাজবাড়ীর পাংশার একটি বেসরকারি ক্লিনিকে এক সঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন সখিনা বেগম নামের এক গৃহবধূ। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে পাংশা উপজেলার আধুনিক ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারীর মাধ্যমে তিনটি সন্তানের জন্ম হয়। গৃহবধূ সখিনা বেগম রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের বিল্লাল খানের স্ত্রী। বিল্লাল খান পেশায় একজন কৃষক। তাদের আরও একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

বিল্লাল খান জানান, তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তাকে আধুনিক ক্লিনিকে ভর্তি করান। সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসবের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। ডাক্তাররা তাকে নরমাল ডেলিভারীর কথা বললে তিনি রাজী হন। পরে এক সঙ্গে তিনটি ছেলে সন্তান জন্ম হয়। এতে তিনি খুশী।

পাংশা আধুনিক ক্লিনিকের গাইনি কনসালটেন্ট ডা. আকতিনা সুমনা বলেন, ওই গৃহবধূর বয়স প্রায় ৪০ বছর। তার আগের সন্তান নরমাল ডেলিভারীর মাধ্যমে জন্ম হয়েছে। শরীর অনেক দুর্বল ছিল। এজন্য তার স্বামীকে নরমাল ডেলিভারী করানোর জন্য বলেন। কিন্তু সে প্রথমে রাজী হয়নি। পরে অনেক বোঝানোর পর রাজী হয়। নরমাল ডেলিভারীর মাধ্যমে তিনটি ছেলে সন্তান হয়। প্রথম দুটি নবজাতক পরপর হলেও তৃতীয়টি তার পাঁচ মিনিট পরে জন্ম নেয়। এদের ওজন যথাক্রমে ১৬৫০ গ্রাম, ১৭শ গ্রাম ও ১৮শ গ্রাম। বর্তমানে তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের সুস্থ রাখার জন্য তিনটি সন্তানকে সব সময় মায়ের কাছে রাখতে বলা হয়েছে।