স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল দাবি জাসদের
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১২৪১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জাসদ। শনিবার সংগঠনটির পক্ষ থেকে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। বিকেল চারটায় স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন বাংলাদেশ জাসদের রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাস, সাধারণ সম্পাদক উজ্জ্বল গুহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগ নেতা স্বজন কুমার দাস। বক্তারা বলেন, দলীয় প্রতীকে নির্বাচনের মাধ্যমে প্রধানত এশটি দলেরই প্রার্থীরা বিজয়ী হচ্ছেন বেশি। এতে করে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা প্রশ্নের সন্মুখীন হচ্ছে। তাই দলীয় প্রতীকে নির্বাচন ব্যবস্থা বাতিল হওয়া উচিত।
Tag :