রাজবাড়ীতে নৌকার প্রচারে যুবলীগের কেন্দ্রীয় নেতারা
- প্রকাশের সময় : ০৬:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১২৯৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মহম্মদ আলী চৌধুরীর সমর্থনে প্রচার প্রচারণা চালিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় নেতারা। শনিবার সকালে শহরের বিভিন্ন স্থানে তারা প্রচার প্রচারণা চালান। পরে শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে পথসভা করেন।
পথসভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, উপ ধর্মীয় সম্পাদক হরেকৃষ্ণ বৈদ্য, কার্যনির্বাহী সদস্য সরদার মোহাম্মদ আলী, রিপন শেখ, আসাদুজ্জামান আজম, শেখ মো. রবিউল ইসলাম, গৌতম গাঙ্গুলি, শেখ গিয়াসউদ্দিন, ইয়াসির আরাফাত রামিম, আশরাফুল ইসলাম রতন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল রানা টিপু, রাজবাড়ী জেলা যুবলীগের নেতা সাফায়েত হোসেন, শওকত হাসান প্রমুখ।
বক্তারা আগামী ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী মহম্মদ আলী চৌধুরীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।