রাজবাড়ীতে বাটাহাম্বারের ধাক্কায় নিহত ১
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১২৫৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার মৃধা কলেজের সামনে শনিবার বিকেলে মাটি টানা গাড়ি বাটাহাম্বারের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, রাস্তা পার হওয়ার সময় একটি বাটাহাম্বার গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনার জন্য গাড়িটিকে শনাক্তের চেষ্টা করছে।
Tag :