রাজবাড়ীতে সত্তুরোর্ধ ৭৭ নারী-পুরুষকে সম্মাননা
- প্রকাশের সময় : ০৭:০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / 298
জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ী শহরের সজ্জনকান্দা হরিতলা মন্দির কমিটির উদ্যোগে এলাকার সত্তুরোর্ধ ৭৭ জন নারী-পুরুষকে সম্মাননা জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হরিতলা মন্দির প্রাঙ্গনে এ সম্মাননার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। মন্দির কমিটির সভাপতি গণেশ মিত্রের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ নারায়ণ চৌধুরী, মন্দির কমিটির সাবেক সভাপতি অ্যড. স্বপন সোম, রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সভাপতি অ্যড. দেবাহুতি চক্রবর্তী, রাজবাড়ী পৌরসভার প্যানেল মেয়র নির্মল চক্রবর্তী শেখর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কাজী কেরামত আলী বলেন, সকলেরই উচিৎ বয়ষ্ক ব্যক্তিদের সম্মান জানানো। কোনোমতেই তারা যেন অবহেলার পাত্র না হয় সেদিকে পরিবার এবং প্রতিবেশি সবারই লক্ষ্য রাখতে হবে। বৃদ্ধ বয়সে স্বাভাবিকভাবেই মানুষ নিঃসঙ্গ হয়ে পড়েন। কিন্তু তাদেরকে সঙ্গ দিতে হবে।