পাংশার সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু
- প্রকাশের সময় : ০৭:৩৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ১৪৬০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা পৌর এলাকার বিষ্ণুপুর গ্রামে সংঘর্ষে আহত শাহ আলম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলি গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, শাহ আলম গত আট বছর ধরে বিষ্ণুপুর গ্রামে তার শ্বশুরবাড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। সোমবার বিকেলে শাহ আলম পাওয়ারটিলারটি প্রতিবেশি অলিমুদ্দিনের জমির উপর দিয়ে নিয়ে যান। বিষয়টি দেখে অলিমুদ্দিনের ছেলেরা এগিয়ে এলে তার সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তাকে মারধর করে। তার মাথায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাংশা উপলো স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেও অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার সকালে তিনি মরা যান।
পাংশা থানার ওসি মো. আহসানউল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।