Dhaka ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা : রাজবাড়ীতে একদিনেই আক্রান্ত ১২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
  • / ১৬২৮ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন : রাজবাড়ীতে একদিনেই ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ২ জন এবং গোয়ালন্দে ১০ জন। রাজবাড়ীর সিভিল সার্জন বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৭৩ জন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় ১৯জন করোনা ভাইরাস আক্রান্ত হলো। নতুন আক্রান্ত ১০ জনই গত ২৯ মে করোনা ভাইরাস আক্রান্ত স্কুল ছাত্রের সংষ্পর্শে এসে আক্রান্ত হয়েছে। তিনি জানান, ওই স্কুল ছাত্র করোনা ভাইরাস পজেটিভ হওয়ার পর উপজেলার উজানচর ইউনিয়নের নবুওসিমদ্দিন পাড়া গ্রামের (মকবুলের দোকান) ৫৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। বুধবার বিকেলে পরীক্ষার ফলাফল আসে। এতে ১০ জন পজেটিভ পাওয়া যায়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, আক্রান্ত এলাকা লকডাউনের আওতায় থাকবে। ইতিমধ্যে সকল পরিবারকে খাদ্য সহায়াতা প্রদান করা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত ব্যাক্তিকে বাড়িতেই পরিবারের সদস্যদের থেকে আলাদা ভাবে আইসোলিশনে রাখা হবে। ওই সকল বাড়িতে কেউ যাতে যেতে না পারে অথবা কেউ বাইরে আসতে না পারে তা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাদের চিকিৎসা প্রদান করবে। সকল পরিবারের কাছে তার (ইউএনও) ফোন নম্বর দেয়া হয়েছে, যে কোন প্রয়োজনের কথা জানালে তা মেটানো হবে বলে তিনি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

করোনা : রাজবাড়ীতে একদিনেই আক্রান্ত ১২

প্রকাশের সময় : ০৮:২৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০

জনতার আদালত অনলাইন : রাজবাড়ীতে একদিনেই ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ২ জন এবং গোয়ালন্দে ১০ জন। রাজবাড়ীর সিভিল সার্জন বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৭৩ জন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় ১৯জন করোনা ভাইরাস আক্রান্ত হলো। নতুন আক্রান্ত ১০ জনই গত ২৯ মে করোনা ভাইরাস আক্রান্ত স্কুল ছাত্রের সংষ্পর্শে এসে আক্রান্ত হয়েছে। তিনি জানান, ওই স্কুল ছাত্র করোনা ভাইরাস পজেটিভ হওয়ার পর উপজেলার উজানচর ইউনিয়নের নবুওসিমদ্দিন পাড়া গ্রামের (মকবুলের দোকান) ৫৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। বুধবার বিকেলে পরীক্ষার ফলাফল আসে। এতে ১০ জন পজেটিভ পাওয়া যায়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, আক্রান্ত এলাকা লকডাউনের আওতায় থাকবে। ইতিমধ্যে সকল পরিবারকে খাদ্য সহায়াতা প্রদান করা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত ব্যাক্তিকে বাড়িতেই পরিবারের সদস্যদের থেকে আলাদা ভাবে আইসোলিশনে রাখা হবে। ওই সকল বাড়িতে কেউ যাতে যেতে না পারে অথবা কেউ বাইরে আসতে না পারে তা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাদের চিকিৎসা প্রদান করবে। সকল পরিবারের কাছে তার (ইউএনও) ফোন নম্বর দেয়া হয়েছে, যে কোন প্রয়োজনের কথা জানালে তা মেটানো হবে বলে তিনি জানান।