রাজবাড়ী রেড ক্রিসেন্টের উদ্যোগে করোনায় আক্রান্তদের দেয়া হলো সুষম খাবার
- প্রকাশের সময় : ১১:৩০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ১৬৩৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলিইন : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিট এর উদ্যোগে মঙ্গলবাররাজবাড়ী জেলায় বর্তমান করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের মাঝে সুষম খাবার ও ফলমূল প্রদান করা হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালে ৮ জন ও কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হওয়া ৭ জন রোগীর মাঝে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
রাজবাড়ী সিভিল সার্জন এর পরামর্শে রোগীদের জন্য দুপুরের খাবার ও ফলমূল খাদ্য তালিকা প্রস্তত করা হয়। খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিট এর চেয়ারম্যান ও কেন্দ্রীয় বোর্ড মেম্বার বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সেক্রেটারী মোঃ আকরাম হোসেন, সদস্য নজরুল ইসলাম, ইউনিট কর্মকর্তা বজলুল করিম চৌধুরী ও যুব সদস্যবৃন্দ। রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিট এর চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বলেন, করোনা ভাইরাস শুরু থেকে রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিট প্রচার-প্রচারনা সহ অসহায় দরিদ্র ১৪৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে লিফলেট বিতরন, মাইকিং, ইউনিট কার্যালয়ের সামনে এবং জেলা প্রশাসক কার্যালয়ে হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করা হয় এবং হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরন করা হয়। রাজবাড়ী জেলার সকল হাসপাতাল সহ গুরুত্বপূর্ন স্থান গুলিতে জীবানুনাশক স্প্রে করা সহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিট করোনা ভাইরাস (কোভিড-১৯) যতদিন নির্মূল হবে না ততদিন রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিট ধারাবাহিক ভাবে কাজ করে যাবে।