পাংশায় স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা
- প্রকাশের সময় : ০৬:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ২০০২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ঃ কৃষকের পাশে কৃষকলীগ। করোনা ভাইরাস সংক্রমণে শ্রমিক সংকটে দিশেহারা কৃষকের সাহায্যে স্বেচ্ছাশ্রমে ধানকাটা কর্মসূচী অব্যাহত রেখেছে সংগঠনটি। বুধবার রাজবাড়ীর পাংশা পৌর কৃষকলীগের উদ্যোগে পাংশা পৌরসভার মৈশালা বাসস্টান্ড সংলগ্ন রঘুনাথপুরে কৃষক বারেক সরদারের ৫০শতক জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটেদেন পাংশা পৌরকৃষক লীগের নেতা কর্মিরা।
এসয় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার খান, পাংশা উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক বাবু খান,পৌর কৃষকলীগের আহবায়ক মাসুদ সরদার,সদস্য সচিব আজগর খান,রাজবাড়ী সদরের যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদ, সদস্য দুলাল শেখসহ পৌরকৃষকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার খান জানান, কৃষকের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। করোনা দুর্যোগে সব শ্রেণির মানুষের মত কৃষকরাও অসহায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমরা কৃষকের পাশে আছি এবং থাকব।