রাজবাড়ীতে ৩ লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই
- প্রকাশের সময় : ০৬:০০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / ১৬৪৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ নতুন বছরের শুরুতেই রাজবাড়ীতে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম সকালে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে এক আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল হাসান খান, সহকারী শিক্ষক আব্দুল হামিদ প্রমুখ।
অপরদিকে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপ্রস্তুক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারী) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ পাঠ্যপ্রস্তুক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির ১ হাজার ২৩৬জন শিক্ষার্থী নতুন বই পায়। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়।
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম।
সহকারী শিক্ষক প্রদ্দুত কুমার দাসের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক জুবায়েরা জহুর।
পাঠ্যপ্রস্তুক বিতরণ উৎসবে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বছরের শুরুতে নতুন পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি এবং আজ থেকে তারা নতুন উদ্দ্যমে পড়া শুরু করতে পারবে। আগামী তারা ভাল রেজাল্ট করবে এই প্রত্যাশা ব্যাক্ত করে। এদিকে শিক্ষকরা বলেন শিক্ষার্থীরা নিয়মিত পড়ালেখা করলে কোন বাধা থাকবে না এবং নতুন বছরের শুরুতে নতুন বই দেওয়াতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও একযোগে নতুন বই বিতরণ করা হয়েছে। এবছর জেলার ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১ লাখ ৫০ হাজার ৮২৯ জন ও ১৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ লাখ ১৯ হাজার ৮৪৫ জন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই।