গুরুত্বপূর্ণ সংবাদ:
মহসিন আলম মুহিন-এর কবিতা ‘মায়ের ভাষা আমার ভাষা’
মহসিন আলম মুহিন
- প্রকাশের সময় : ০১:৩৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / 25
তেরোশত আটান্ন বাংলা, তারিখ আট ফাল্গুনের-
ভাষার জন্য জীবন দিলো শ্রেষ্ঠ সন্তান বাংলা মায়ের।।
সে দিন ছিলো উনিশ শত বায়ান্ন সাল, ফেব্রুয়ারীর একুশ দিন,
রক্তের দামে বাকস্বাধীনতা, কেমনে ভুলিব ভাইয়ের ঋণ।।
একুশ আমার গর্ব, একুশ আমার অহংকার,
একুশের জন্য প্রাণ দিয়ে গেলো- সালাম, বরকত, রফিক, জব্বার।।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
শফিউরের আত্মত্যাগ ভুলিতে নাহি পারি,
ছোট্ট মনি ওহিউল্লাহ সহ আরও ভাষা শহীদরা রক্ত দিলো ঢালি, তাইতো শুয়ে মায়ের কোলে মাকে “মা” বলি।।
রবির কপালে আউয়ালের খুন, প্রতিদিন দেখি পূর্বাকাশে,
শহীদ মিনারে প্রভাত ফেরীতে, ছেলে হারা মায়ের অশ্রু ভাসে।
Tag :