Dhaka ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বিএনপির সাথে সংঘর্ষে আহত জামায়াত কর্মীর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 16

কুষ্টিয়ার মিরপুরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) সকালে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত জামায়াত কর্মীর নাম খোকন মোল্লা (৩৫)। তিনি মিরপুর উপজেলার বুরাপাড়া গ্রামের নওশের মোল্লার ছেলে। কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম ও সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়ার মিরপুরে বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১২ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। রবিবার বিকেলে স্কুলের মাঠে আমার উপস্থিতিতে একটা মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু আমি যাওয়ার আগেই তারা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কুষ্টিয়ায় বিএনপির সাথে সংঘর্ষে আহত জামায়াত কর্মীর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৫৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

কুষ্টিয়ার মিরপুরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) সকালে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত জামায়াত কর্মীর নাম খোকন মোল্লা (৩৫)। তিনি মিরপুর উপজেলার বুরাপাড়া গ্রামের নওশের মোল্লার ছেলে। কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম ও সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়ার মিরপুরে বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১২ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। রবিবার বিকেলে স্কুলের মাঠে আমার উপস্থিতিতে একটা মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু আমি যাওয়ার আগেই তারা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।