Dhaka ১০:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অন্তর্বর্তী সরকার ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে : রিজভী ‘সড়ক দুর্ঘটনার দায় এখন থেকে সওজ ও বিআরটিএ’র কাঁধেও পড়বে’ সন্তান-প্রতিবেশীকে ইসলাম শিক্ষা দেওয়ায় উইঘুর নারীর ১৭ বছরের কারাদণ্ড ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না: গণশিক্ষা উপদেষ্টা ‌‘স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন জিয়া, আরেক দল পাকিস্তানের পক্ষ নিয়েছিল’ ২০০ আসন পেলেও একা সরকার গঠন করবে না বিএনপি: আমীর খসরু বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন আমির মামুনুল হক আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি-না সময় বলে দেবে: সিইসি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ট্রাম্পের আমন্ত্রণ

‌‘স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন জিয়া, আরেক দল পাকিস্তানের পক্ষ নিয়েছিল’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 9

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে একদল মুখোশধারী, অপব্যাখ্যাকারী ভুল বয়ানের মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা কখনো দেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি। জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ করলেও আরেক দল পাকিস্তান রক্ষার নামে যুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়েছিল। তারা আজকে আপনাদের শিখাচ্ছে কি করতে হবে, কি জানতে হবে।

শনিবার (১১ জানুয়ারী) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের রংপুর বিভাগীয় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতকে ইঙ্গিত করে শামসুজ্জামান দুদু বলেন, দলটি বিএনপির সাথে নির্বাচনে আসলে সিট পায় ১৮ থেকে ১৯টি। একা একা নির্বাচন করলে দুই থেকে তিনটির বেশি পায় না। এমন কি করেছে যে জনগণ তাদের জন্য হুমড়ি খেয়ে পড়বে।

তিনি বলেন, আমাদের অনেক কষ্ট, বেদনা ও চাওয়া আছে। তার আগে দলকে ক্ষমতায় নিতে হবে। এখন বিএনপি’র সাথে আওয়ামী লীগকে তুলনা করা হচ্ছে। তারা বলছে আওয়ামী লীগ খেয়েছে, আরেকটি দল খাওয়ার অপেক্ষা করছে। ইঙ্গিতটা বিএনপি’র দিকে যায়। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জেল খাটলেন, লক্ষ লক্ষ নেতাকর্মী, আলেম, ছাত্র, যুবক, শ্রমিক, মেহনতি মানুষ জেল খেটেছে। বিএনপি’র আব্দুস সালাম পিন্টু ফাঁসির আসামি হলেন। গত ১৬ থেকে ১৮ বছরে আড়াই লক্ষ মামলা-গায়েবি মামলায় বিএনপি’র ৬০ লাখ নেতাকর্মী আসামি হয়ে নির্যাতন ভোগ করেছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আমরা জাতীয় ঐক্য চাই, ফ্যাসিবাদীর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদমূলক কোনো বক্তব্য আমরা দিতে চাই না। আলেম সমাজের অনেক দায়িত্ব রয়েছে। তাদের জাতি, সমাজ, রাষ্ট্রকে এক জায়গায় নিতে আসতে হবে।

জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্র্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক মো. আমিনুল ইসলাম, রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়বাদী ওলামা দলের সিনিয়র সদস্য মাওলানা ইনামুল হক মাজেদী ও সদস্য ইঞ্জিনিয়ার মাওলানা জামাল উদ্দিন ফয়জি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‌‘স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন জিয়া, আরেক দল পাকিস্তানের পক্ষ নিয়েছিল’

প্রকাশের সময় : ০৭:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে একদল মুখোশধারী, অপব্যাখ্যাকারী ভুল বয়ানের মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা কখনো দেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি। জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ করলেও আরেক দল পাকিস্তান রক্ষার নামে যুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়েছিল। তারা আজকে আপনাদের শিখাচ্ছে কি করতে হবে, কি জানতে হবে।

শনিবার (১১ জানুয়ারী) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের রংপুর বিভাগীয় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতকে ইঙ্গিত করে শামসুজ্জামান দুদু বলেন, দলটি বিএনপির সাথে নির্বাচনে আসলে সিট পায় ১৮ থেকে ১৯টি। একা একা নির্বাচন করলে দুই থেকে তিনটির বেশি পায় না। এমন কি করেছে যে জনগণ তাদের জন্য হুমড়ি খেয়ে পড়বে।

তিনি বলেন, আমাদের অনেক কষ্ট, বেদনা ও চাওয়া আছে। তার আগে দলকে ক্ষমতায় নিতে হবে। এখন বিএনপি’র সাথে আওয়ামী লীগকে তুলনা করা হচ্ছে। তারা বলছে আওয়ামী লীগ খেয়েছে, আরেকটি দল খাওয়ার অপেক্ষা করছে। ইঙ্গিতটা বিএনপি’র দিকে যায়। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জেল খাটলেন, লক্ষ লক্ষ নেতাকর্মী, আলেম, ছাত্র, যুবক, শ্রমিক, মেহনতি মানুষ জেল খেটেছে। বিএনপি’র আব্দুস সালাম পিন্টু ফাঁসির আসামি হলেন। গত ১৬ থেকে ১৮ বছরে আড়াই লক্ষ মামলা-গায়েবি মামলায় বিএনপি’র ৬০ লাখ নেতাকর্মী আসামি হয়ে নির্যাতন ভোগ করেছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আমরা জাতীয় ঐক্য চাই, ফ্যাসিবাদীর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদমূলক কোনো বক্তব্য আমরা দিতে চাই না। আলেম সমাজের অনেক দায়িত্ব রয়েছে। তাদের জাতি, সমাজ, রাষ্ট্রকে এক জায়গায় নিতে আসতে হবে।

জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্র্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক মো. আমিনুল ইসলাম, রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়বাদী ওলামা দলের সিনিয়র সদস্য মাওলানা ইনামুল হক মাজেদী ও সদস্য ইঞ্জিনিয়ার মাওলানা জামাল উদ্দিন ফয়জি।