Dhaka ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‌‘স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন জিয়া, আরেক দল পাকিস্তানের পক্ষ নিয়েছিল’ ২০০ আসন পেলেও একা সরকার গঠন করবে না বিএনপি: আমীর খসরু বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন আমির মামুনুল হক আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি-না সময় বলে দেবে: সিইসি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ট্রাম্পের আমন্ত্রণ শতাধিক পণ্যে শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অসহায় বাবুল মিয়াকে রিক্সা দিল ব্লাড ডোনার্স ক্লাব ঢাকার যাত্রাবাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার আসামি সাংবাদিক শামীম রাজবাড়ীতে উজ্জ্বল একাডেমি অব ফাইন আর্ট এর যাত্রা শুরু

অসহায় বাবুল মিয়াকে রিক্সা দিল ব্লাড ডোনার্স ক্লাব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 17

 অসহায় বাবুল মিয়াকে রিক্সা উপহার দিয়েছে রাজবাড়ী বøাড ডোনার্স ক্লাব। শনিবার সকালে রাজবাড়ী শহরের আদর্শ মহিলা কলেজের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে তাকে রিক্সাটি দেওয়া হয়। বাবুল মিয়া রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের বাসিন্দা। রিক্সা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহামুদ খৈয়ম, বøাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতি, পাভেল রহমান, রিয়াজ আক্তার, ইয়াসিন রাজ, শেখ ইসলাম, মিসকাত আহমেদ, আরিয়ান ইখতিয়ার, লাবনী আক্তার প্রমুখ।

বাবুল মিয়া জানান, এটি তার জীবনের সেরা প্রাপ্তি। রাজবাড়ী বøাড ডোনার ক্লাব তাকে যে সহযোগিতা করেছে তা চিরদিন মনে রাখবেন। তাদের মত অসহায় গরিবদের যদি এভাবে বিত্তবান মানুষেরা   সাহায্য সহযোগিতা করে তাহলে সমাজে অভাব কমে যাবে।

বøাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতি বলেন, আর্ত মানবতার সেবায় তারা সংগঠনটি প্রতিষ্ঠা করেন। রক্ত দিয়ে সহযোগিতা ছাড়াও বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। বাবুল মিয়ার নিজের রিক্সা ছিল না। ভাড়ায় রিক্সা চালাতো। এতে তিনি যে আয় করতেন তা দিয়ে সংসার চালানো দুরুহ ছিল। তার নিজের একটি রিক্সা থাকলে সে দিনে তযা আয় করবে তা তারই থাকবে। একারণেই তাকে রিক্সাটি কিনে দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অসহায় বাবুল মিয়াকে রিক্সা দিল ব্লাড ডোনার্স ক্লাব

প্রকাশের সময় : ০৫:২৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

 অসহায় বাবুল মিয়াকে রিক্সা উপহার দিয়েছে রাজবাড়ী বøাড ডোনার্স ক্লাব। শনিবার সকালে রাজবাড়ী শহরের আদর্শ মহিলা কলেজের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে তাকে রিক্সাটি দেওয়া হয়। বাবুল মিয়া রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের বাসিন্দা। রিক্সা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহামুদ খৈয়ম, বøাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতি, পাভেল রহমান, রিয়াজ আক্তার, ইয়াসিন রাজ, শেখ ইসলাম, মিসকাত আহমেদ, আরিয়ান ইখতিয়ার, লাবনী আক্তার প্রমুখ।

বাবুল মিয়া জানান, এটি তার জীবনের সেরা প্রাপ্তি। রাজবাড়ী বøাড ডোনার ক্লাব তাকে যে সহযোগিতা করেছে তা চিরদিন মনে রাখবেন। তাদের মত অসহায় গরিবদের যদি এভাবে বিত্তবান মানুষেরা   সাহায্য সহযোগিতা করে তাহলে সমাজে অভাব কমে যাবে।

বøাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতি বলেন, আর্ত মানবতার সেবায় তারা সংগঠনটি প্রতিষ্ঠা করেন। রক্ত দিয়ে সহযোগিতা ছাড়াও বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। বাবুল মিয়ার নিজের রিক্সা ছিল না। ভাড়ায় রিক্সা চালাতো। এতে তিনি যে আয় করতেন তা দিয়ে সংসার চালানো দুরুহ ছিল। তার নিজের একটি রিক্সা থাকলে সে দিনে তযা আয় করবে তা তারই থাকবে। একারণেই তাকে রিক্সাটি কিনে দেওয়া হয়েছে।