মাদরাসা অধিদফতরের মহাপরিচালককে হাইকোর্টে তলব
- প্রকাশের সময় : ০৬:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- / 4
আদালত অবমাননার অভিযোগে মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হাবিবুর রহমানের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসাথে আদালতের আদেশ অমান্য করার বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য আগামী ২২ জানুয়ারি তাকে আদালতে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে তলব করে লিখিত এ আদেশ দেন।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো: মনিরুল ইসলাম মিয়া আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রিটকারীর আবেদনের প্রেক্ষাপটে মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হাবিবুর রহমান বিরুদ্ধে আদালত অবমাননার রুল করেছিলেন হাইকোর্ট। রুলে আদালতের আদেশ না মানায় কেন তার বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা হবে না এবং সশরীরে হাজির হওয়ার নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
এ আদেশের ধারাবাহিকতায় তাকে তলব করা হয়।