Dhaka ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
খালেদা জিয়া-তারেক রহমানের ছবি ফেসবুকে পোস্ট করে সমালোচনায় অরুণা একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা ফ্ল্যাট কেলেঙ্কারির পর প্রথম প্রকাশ্যে টিউলিপ বোলিং পরীক্ষায় ‘ফেল’ সাকিব, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা ইউক্রেনে ভয়াবহ বোমা হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৩ মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার দাবানলে ৫ জনের মৃত্যু, ঘরছাড়া লক্ষাধিক মানুষ সাভারে অ্যাম্বুলেন্সে দুটি বাসের ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪ অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া শেখ হাসিনাসহ সাবেক ৩৪৪ এমপির নামে মামলার আবেদন

দাবানলে ভস্মীভূত লস অ্যাঞ্জেলেসের উপকূল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 6

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ৫০ কিলোমিটার উপকূল পুড়ে ছাই হয়েছে আকস্মিক দাবানলে। এতে করে বাস্তুহারা হয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ।

দাবানলের আগুনে লস অ্যাঞ্জেলেসের বড় বড় ভবন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সৈকত শহর সান্তা মনিকা আর মালিবুর মধ্যখানের তিন হাজার একর জায়গাজুড়ে বিখ্যাত প্যাসিফিক পালিসেডস। বড় বড় চলচ্চিত্র ও সঙ্গীত তারকাদের বাসভবন এ এলাকাজুড়ে। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এ এলাকাটিই।

এরইমধ্যে জরুরি অবস্থা জারি করেছেন প্রদেশের গভর্নর গ্যাভিস নিউসম। মানুষ নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে জটলা করছে মহাসড়কে। দূর থেকে দেখা যাচ্ছে আগুনের ধোঁয়া, উত্তাপ ছড়িয়ে পড়েছে শহরজুড়ে।

নগরবাসীরা জানান, প্রলয়ের গতিতে আগুন ছড়িয়ে পড়ার কারণে বেশিরভাগ মানুষ নিজেদের গাড়ি নিয়ে পর্যন্ত বের হতে পারেননি। প্রাণে বাঁচতে এক কাপড়ে পালাতে হয়েছে তাদের।

হলিউড অভিনেতা জেমস উড সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করে জানান, কোনোমতে তিনি পালাতে সক্ষম হয়েছেন।

আগুনের যে তীব্রতা দেখা যাচ্ছে, তাতে করে বাড়িঘর কিছু টিকে নেই বলে শঙ্কা করছেন তিনি। অনেকেই তাড়াহুড়ো করে পালাতে গিয়ে আহত হয়েছেন। অনেকের পুড়ে গেছে হাত-পা। আগুন নেভাতে অগ্নিনির্বাপক কর্মীরা প্রাণান্তর চেষ্টা চালালেও খুব একটা সুবিধা হচ্ছে না।

আগুন ধীরে ধীরে সান্তা মনিকা এবং মালিবো বন্দরে ছড়িয়ে পড়ছে। এরইমধ্যে বাসিন্দাদের সান্তা মনিকা ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। হেলিকপ্টার এবং এয়ারক্রাফটে প্রশান্ত মহাসাগর থেকে পানি এনে ছিটানো হচ্ছে প্রতিনয়ত।

তবে আগুন ছড়িয়ে পড়ার কারণে অগ্নিনির্বাপক যন্ত্রাংশ এবং উদ্ধারকারী বিমান নর্থ ক্যালিফোর্নিয়ায় সরিয়ে রাখা হয়েছে। যারা পালাচ্ছেন তাদের অধিকাংশও এ রাজ্যেই আশ্রয় নিচ্ছেন।

এখন পর্যন্ত আগুনে ২৫ হাজার মানুষ এবং ১০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্তের আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বার্তায় জানিয়েছেন, যেকোনো প্রয়োজনে কেন্দ্রীয় সরকারকে পাশে পাবে প্রদেশটির গভর্নর। এরইমধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য অনুমোদিত হয়েছে সহায়তা বিল।

সূত্র : ইউএনবি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দাবানলে ভস্মীভূত লস অ্যাঞ্জেলেসের উপকূল

প্রকাশের সময় : ০৬:১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ৫০ কিলোমিটার উপকূল পুড়ে ছাই হয়েছে আকস্মিক দাবানলে। এতে করে বাস্তুহারা হয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ।

দাবানলের আগুনে লস অ্যাঞ্জেলেসের বড় বড় ভবন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সৈকত শহর সান্তা মনিকা আর মালিবুর মধ্যখানের তিন হাজার একর জায়গাজুড়ে বিখ্যাত প্যাসিফিক পালিসেডস। বড় বড় চলচ্চিত্র ও সঙ্গীত তারকাদের বাসভবন এ এলাকাজুড়ে। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এ এলাকাটিই।

এরইমধ্যে জরুরি অবস্থা জারি করেছেন প্রদেশের গভর্নর গ্যাভিস নিউসম। মানুষ নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে জটলা করছে মহাসড়কে। দূর থেকে দেখা যাচ্ছে আগুনের ধোঁয়া, উত্তাপ ছড়িয়ে পড়েছে শহরজুড়ে।

নগরবাসীরা জানান, প্রলয়ের গতিতে আগুন ছড়িয়ে পড়ার কারণে বেশিরভাগ মানুষ নিজেদের গাড়ি নিয়ে পর্যন্ত বের হতে পারেননি। প্রাণে বাঁচতে এক কাপড়ে পালাতে হয়েছে তাদের।

হলিউড অভিনেতা জেমস উড সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করে জানান, কোনোমতে তিনি পালাতে সক্ষম হয়েছেন।

আগুনের যে তীব্রতা দেখা যাচ্ছে, তাতে করে বাড়িঘর কিছু টিকে নেই বলে শঙ্কা করছেন তিনি। অনেকেই তাড়াহুড়ো করে পালাতে গিয়ে আহত হয়েছেন। অনেকের পুড়ে গেছে হাত-পা। আগুন নেভাতে অগ্নিনির্বাপক কর্মীরা প্রাণান্তর চেষ্টা চালালেও খুব একটা সুবিধা হচ্ছে না।

আগুন ধীরে ধীরে সান্তা মনিকা এবং মালিবো বন্দরে ছড়িয়ে পড়ছে। এরইমধ্যে বাসিন্দাদের সান্তা মনিকা ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। হেলিকপ্টার এবং এয়ারক্রাফটে প্রশান্ত মহাসাগর থেকে পানি এনে ছিটানো হচ্ছে প্রতিনয়ত।

তবে আগুন ছড়িয়ে পড়ার কারণে অগ্নিনির্বাপক যন্ত্রাংশ এবং উদ্ধারকারী বিমান নর্থ ক্যালিফোর্নিয়ায় সরিয়ে রাখা হয়েছে। যারা পালাচ্ছেন তাদের অধিকাংশও এ রাজ্যেই আশ্রয় নিচ্ছেন।

এখন পর্যন্ত আগুনে ২৫ হাজার মানুষ এবং ১০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্তের আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বার্তায় জানিয়েছেন, যেকোনো প্রয়োজনে কেন্দ্রীয় সরকারকে পাশে পাবে প্রদেশটির গভর্নর। এরইমধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য অনুমোদিত হয়েছে সহায়তা বিল।

সূত্র : ইউএনবি