Dhaka ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৫৪০ ফুট গভীর কুয়ায় পড়ে গেলেন ১৮ বছরের তরুণী!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 27

ভারতে এবার ৫৪০ ফুট গভীর কুয়ায় পড়ে গেলেন ১৮ বছরের এক তরুণী। সোমবার সকালে দেশটির গুজরাট প্রদেশের কচ্ছ জেলার ভুজ তালুকের কান্দেরাই গ্রামে এই ঘটনা ঘটে। ভুজের উপজেলা প্রশাসক এবি যাদব জানিয়েছেন, ওই তরুণী কুয়ার ৪৯০ ফুট গভীরে আটকে আছেন। তাকে কুয়া থেকে উদ্ধারে তৎপরতার সঙ্গে শুরু হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। ওই তরুণীর পরিবার পরিযায়ী শ্রমিক। রাজস্থান থেকে কাজের সূত্রে সপরিবার গুজরাটে এসেছিলেন তারা। সোমবার ভোরে কোনওভাবে পা পিছলে কুয়ায় পড়ে যান ওই তরুণী। কিছুক্ষণ পর বিষয়টি জানতে পারেন তার পরিবার। শুরু হয় উদ্ধারকাজ। ক্যামেরার সাহায্যে কুয়ার ভিতরে মেয়েটির গতিবিধি বোঝার চেষ্টা চলছে। নলের সাহায্যে পাঠানো হয়েছে অক্সিজেনও। তবে উদ্ধারকারীরা জানিয়েছেন, কুয়ার ভিতরে কোনও রকম নড়াচড়া টের পাওয়া যাচ্ছে না। ওই তরুণী বেঁচে আছেন কি না, সে ব্যাপারে নিশ্চিত কোনও তথ্য তাদের কাছে নেই। ঘটনাস্থলে পৌঁছেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ)। তারাও উদ্ধারকাজে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের আরেক প্রদেশ রাজস্থানে ৭০০ ফুট গভীর কুয়ায় পড়ে যায় তিন বছরের এক শিশুকন্যা। ১০ দিন আটকে থাকার পর তাকে উদ্ধার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম তখন দাবি করে, চেতনা নামের ওই শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরে জানা যায় তাকে মৃত অবস্থায়ই উদ্ধার করা হয়েছিল। ওই শিশুর মৃত্যুতে প্রশাসনের অব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বেআইনিভাবে গভীর কুয়া খনন এবং সেগুলোর রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে প্রশাসনকে দুষছেন দেশটির অনেক নাগরিক। সেই ঘটনার এক সপ্তাহ যেতে না যেতেই ফের ঘটল কুয়ায় পড়ার ঘটনা।

সূত্র: এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫৪০ ফুট গভীর কুয়ায় পড়ে গেলেন ১৮ বছরের তরুণী!

প্রকাশের সময় : ০৬:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

ভারতে এবার ৫৪০ ফুট গভীর কুয়ায় পড়ে গেলেন ১৮ বছরের এক তরুণী। সোমবার সকালে দেশটির গুজরাট প্রদেশের কচ্ছ জেলার ভুজ তালুকের কান্দেরাই গ্রামে এই ঘটনা ঘটে। ভুজের উপজেলা প্রশাসক এবি যাদব জানিয়েছেন, ওই তরুণী কুয়ার ৪৯০ ফুট গভীরে আটকে আছেন। তাকে কুয়া থেকে উদ্ধারে তৎপরতার সঙ্গে শুরু হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। ওই তরুণীর পরিবার পরিযায়ী শ্রমিক। রাজস্থান থেকে কাজের সূত্রে সপরিবার গুজরাটে এসেছিলেন তারা। সোমবার ভোরে কোনওভাবে পা পিছলে কুয়ায় পড়ে যান ওই তরুণী। কিছুক্ষণ পর বিষয়টি জানতে পারেন তার পরিবার। শুরু হয় উদ্ধারকাজ। ক্যামেরার সাহায্যে কুয়ার ভিতরে মেয়েটির গতিবিধি বোঝার চেষ্টা চলছে। নলের সাহায্যে পাঠানো হয়েছে অক্সিজেনও। তবে উদ্ধারকারীরা জানিয়েছেন, কুয়ার ভিতরে কোনও রকম নড়াচড়া টের পাওয়া যাচ্ছে না। ওই তরুণী বেঁচে আছেন কি না, সে ব্যাপারে নিশ্চিত কোনও তথ্য তাদের কাছে নেই। ঘটনাস্থলে পৌঁছেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ)। তারাও উদ্ধারকাজে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের আরেক প্রদেশ রাজস্থানে ৭০০ ফুট গভীর কুয়ায় পড়ে যায় তিন বছরের এক শিশুকন্যা। ১০ দিন আটকে থাকার পর তাকে উদ্ধার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম তখন দাবি করে, চেতনা নামের ওই শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরে জানা যায় তাকে মৃত অবস্থায়ই উদ্ধার করা হয়েছিল। ওই শিশুর মৃত্যুতে প্রশাসনের অব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বেআইনিভাবে গভীর কুয়া খনন এবং সেগুলোর রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে প্রশাসনকে দুষছেন দেশটির অনেক নাগরিক। সেই ঘটনার এক সপ্তাহ যেতে না যেতেই ফের ঘটল কুয়ায় পড়ার ঘটনা।

সূত্র: এনডিটিভি