বালিয়াকান্দিতে ডাকাতি, নগদ টাকা স্বর্ণালংকার লুট
- প্রকাশের সময় : ১১:৫৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / 55
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নাইর গ্রামের আলু ব্যবসায়ীর বাড়ীতে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।
বাড়ীর মালিক সোঃ সমির মোল্লা জানান, রোববার রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা যার যার ঘরে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে বাড়ীর ওয়াল টপকিয়ে ডাকাত দল বাড়ীর মধ্যে প্রবেশ করলে আমার স্ত্রী প্রধান দরজার সামনে আসতেই তাকে মারধর করে ঘরের ভিতর নিয়ে আমাদের দু’জনকে বেঁধে ফেলে। পাশের ঘর থেকে ছেলে বের হয়ে আসলে ছেলে ও ছেলের বউকেও বেধে প্রতিটি কক্ষের আসবাবপত্র ভেঙে নগদ আনুমানিক ২ লক্ষ টাকা ১০/১২ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। ডাকাতদলের সদস্যরা ঢাকাইয়া ভাষায় কথা বলতে থাকে। তাদের হাতে রামদা, রড ও আগ্নেয়াস্ত্র থাকায় চিৎকার করতে সাহস পাইনি। তারা আনুমানিক দীর্ঘ দেড় ঘন্টা ধরে লুরপাটের কর্মযজ্ঞ চালায়। বাড়ীর প্রতিটি মোবাইল ফোন কেরে নিয়ে সিম ভেঙে ফেলে দেয়।
রাতেই বালিয়াকান্দি থানার টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বালিয়াকান্দি থানার অফিসার্স ইনচার্জ জামাল উদ্দিন জানান, রাতেই বালিয়াকান্দি থানার টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সোমবার সকালে আমি ও সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ঘটনাস্থল পরিদর্শন করি। লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।