Dhaka ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই গণহত্যার বিচার আগামী বিজয় দিবসের আগেই: আসিফ নজরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / 7

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘সংস্কার নিয়ে জাতীয় সংলাপ’ এর দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা আমলের গুম-খুন এবং জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক ও তদন্ত কর্মকর্তার সংকট ছিল। মাত্র এক সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম গঠন করা হয়েছে। তড়িঘড়ি করে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হবে না। কোনো গাফিলতি ছাড়া সঠিক নিয়মেই বিচার কাজ সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়ায় কোনো বিলম্ব হচ্ছে না। আইনের সুশাসন প্রতিষ্ঠায় এই বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংলাপে শেখ হাসিনা আমলের গুম ও খুনের প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, হাসান মাহমুদ ও ওবায়দুল কাদেরের মতো নেতারা কেন পালিয়ে গেলেন, এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন তোলা হবে। শেখ হাসিনার পালানোর সঙ্গেই পাবলিক প্রসিকিউটররা (পিপি) ৫১ জেলা থেকে গায়েবি মামলার তথ্য পাঠিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় আসামিদের হাতকড়া না পরানো এবং বিচার প্রক্রিয়ার সময় নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, পূর্বে তিন মাস সময় দেওয়া হয়েছিল, এখন এক মাস সময় দেওয়া হচ্ছে। তবে বিচারিক প্রক্রিয়ার নিয়ম মেনেই কাজ চলছে। আসামিদের হাতকড়া পরানো না পরানো আইন অনুযায়ীই হচ্ছে।

‘জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই বিচার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও স্বচ্ছভাবে এই বিচার সম্পন্ন করা হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। সংলাপে বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করা হয়’, যোগ করেন আইন উপদেষ্টা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই গণহত্যার বিচার আগামী বিজয় দিবসের আগেই: আসিফ নজরুল

প্রকাশের সময় : ০৭:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘সংস্কার নিয়ে জাতীয় সংলাপ’ এর দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা আমলের গুম-খুন এবং জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক ও তদন্ত কর্মকর্তার সংকট ছিল। মাত্র এক সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম গঠন করা হয়েছে। তড়িঘড়ি করে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হবে না। কোনো গাফিলতি ছাড়া সঠিক নিয়মেই বিচার কাজ সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়ায় কোনো বিলম্ব হচ্ছে না। আইনের সুশাসন প্রতিষ্ঠায় এই বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংলাপে শেখ হাসিনা আমলের গুম ও খুনের প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, হাসান মাহমুদ ও ওবায়দুল কাদেরের মতো নেতারা কেন পালিয়ে গেলেন, এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন তোলা হবে। শেখ হাসিনার পালানোর সঙ্গেই পাবলিক প্রসিকিউটররা (পিপি) ৫১ জেলা থেকে গায়েবি মামলার তথ্য পাঠিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় আসামিদের হাতকড়া না পরানো এবং বিচার প্রক্রিয়ার সময় নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, পূর্বে তিন মাস সময় দেওয়া হয়েছিল, এখন এক মাস সময় দেওয়া হচ্ছে। তবে বিচারিক প্রক্রিয়ার নিয়ম মেনেই কাজ চলছে। আসামিদের হাতকড়া পরানো না পরানো আইন অনুযায়ীই হচ্ছে।

‘জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই বিচার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও স্বচ্ছভাবে এই বিচার সম্পন্ন করা হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। সংলাপে বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করা হয়’, যোগ করেন আইন উপদেষ্টা।