ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- প্রকাশের সময় : ০৪:০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / ১০২৯ জন সংবাদটি পড়েছেন
দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে গত প্রায় এক মাস ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। জেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা উপজেলা ফুলবাড়ীতে অনুভূত হচ্ছে কনকনে ঠাণ্ডা। রাত থেকে দিনের বেশিরভাগ সময় কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ঠাণ্ডার প্রকোপে অনেকেই যেতে পারছেন না কাজে। আর শীত নিবারনের প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে শীতে জবুথবু অবস্থা গরীব অসহায় মানুষদের। এমন পরিস্থিতিতে মিশন উষ্ণতার প্রলেপ স্লোগান নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকার ফেসবুক ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন ডিয়ার এক্স। সংগঠনটির পক্ষ থেকে উপজেলার ৪শ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় উপজেলার শাহ বাজার আবুল হোসেন সিনিয়র (ডিগ্রি) মাদ্রাসা মাঠে ও দুপুর ১২ টায় বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সেচ্ছাসেবী সংগঠন অপ্রতিরোধ্য কুড়িগ্রাম এবং ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্প লাইনের সার্বিক সহযোগিতায় শাহ্ বাজার মাদ্রাসায় ২ শত ও বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ শত শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।
বিতরণকালে শাহ বাজার আবুল হোসেন সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ নজরুল ইসলাম মিঞা, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, ডিয়ার এক্স সংগঠনের প্রতিনিধিবৃন্দ, অপ্রতিরোধ্য কুড়িগ্রামের প্রতিনিধিবৃন্দ এবং ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্প লাইনের স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।