পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
আতিয়ার রহমান
- প্রকাশের সময় : ০৭:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / ১০৩২ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী জেলার পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ১নং প্লাটফর্ম বর্ধিতকরণের ৪৭০ ফুট রিটেইনিং ওয়ালের বেইজ ঢালাইয়ের কাজ চলমান রয়েছে। রাজবাড়ী রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী সোহাগ রানা নির্মাণ কাজের মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন। তিনি জানান, ডিজাইন মোতাবেক পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু করা হয়েছে। প্রথমে ১নং প্লাটফর্মের পূর্ব দিকে ৪৭০ ফুট বর্ধিতকরণ করা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে নতুন করে ২নং প্লাটফর্ম নির্মাণ ও ১নং প্লাট ফর্মের সংস্কার করা হবে।
প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সৈকত এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন প্রকল্পের কাজ করছে।
Tag :