Dhaka ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকে পরিচয় থেকে প্রেম, দলবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / ১০৪২ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গত মঙ্গলবার রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে মেয়েটির কথিত প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো রাজবাড়ী সদর উপজেলা বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের বাবু মিয়ার ছেলে মো. সোহান (১৭), দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের নজরুল ইসলামের ছেলে সালমান মাহিন (১৭) ও দাদশী ইউনিয়নের কামালদিয়াকান্দি গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে অমিত হোসেন (১৯)। এদের মধ্যে সোহান রাজবাড়ী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। নিপীড়নের শিকার ছাত্রী রাজবাড়ী সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

রাজবাড়ী সদর থানা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে সোহানের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৮ ডিসেম্বর তারিখে সোহান মেয়েটিকে উড়াকান্দায় পদ্মা নদীর তীরে অবস্থিত পার্কে বেড়াতে যেতে বলে। মেয়েটি সেখানে যাওয়ার পর সোহান একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে পর্যায়ক্রমে তার তিন বন্ধু মাহিন, অমিত ও রাশেদও মেয়েটিকে ধর্ষণ করে। এরপর সোহান মেয়েটিকে রাজবাড়ী শহরের বড়পুলে রেখে পালিয়ে যায়। মেয়েটি বাড়িতে ফিরে গিয়ে পরিবারের সদস্যদের সবকিছু খুলে বলে।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ওই ছাত্রীকে রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা এবং রাজবাড়ীর আদালতে ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক রাশেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফেসবুকে পরিচয় থেকে প্রেম, দলবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

প্রকাশের সময় : ০৫:৩০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গত মঙ্গলবার রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে মেয়েটির কথিত প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো রাজবাড়ী সদর উপজেলা বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের বাবু মিয়ার ছেলে মো. সোহান (১৭), দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের নজরুল ইসলামের ছেলে সালমান মাহিন (১৭) ও দাদশী ইউনিয়নের কামালদিয়াকান্দি গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে অমিত হোসেন (১৯)। এদের মধ্যে সোহান রাজবাড়ী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। নিপীড়নের শিকার ছাত্রী রাজবাড়ী সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

রাজবাড়ী সদর থানা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে সোহানের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৮ ডিসেম্বর তারিখে সোহান মেয়েটিকে উড়াকান্দায় পদ্মা নদীর তীরে অবস্থিত পার্কে বেড়াতে যেতে বলে। মেয়েটি সেখানে যাওয়ার পর সোহান একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে পর্যায়ক্রমে তার তিন বন্ধু মাহিন, অমিত ও রাশেদও মেয়েটিকে ধর্ষণ করে। এরপর সোহান মেয়েটিকে রাজবাড়ী শহরের বড়পুলে রেখে পালিয়ে যায়। মেয়েটি বাড়িতে ফিরে গিয়ে পরিবারের সদস্যদের সবকিছু খুলে বলে।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ওই ছাত্রীকে রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা এবং রাজবাড়ীর আদালতে ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক রাশেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।