রাজবাড়ীতে বাংলাদেশ জাসদের সম্মেলন অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৫:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- / ১০৩২ জন সংবাদটি পড়েছেন
বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সম্মেলন বুধবার বিকেলে রাজবাড়ী রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত¡রে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক এমপি নাজমুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক সাজাহান আলী সাজু, জাতীয় যুব জোটের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন।
সম্মেলনের প্রথম পর্বে বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন শেখ আসলাম উদ্দিন তারা, উজ্জ্বল গুহ প্রমুখ।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত সম্মেলনে স্বপন কুমার দাসকে সভাপতি ও উজ্জ্বল গুহকে সাধারণ সম্পাদক করে দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।
নাজমুল হক প্রধান বলেন, আমাদের দলটিকে হৃদয় দিয়ে ভালোবেসে সহযোগিতা করুন। আমরা আপনাদের পাশে থাকবো।
তিনি আরও বলেন, বিগত সরকারের অন্যায়, অনিয়ম দুর্নীতি সীমাহীন পর্যায়ে চলে যাওয়ার কারণেই পতন হয়েছে। বাংলাদেশ নতুন করে গড়ে তুলতে হবে।