Dhaka ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ধুঁকছে ক্যারিবীয়রা, ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / ১০৩৫ জন সংবাদটি পড়েছেন

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ জয় হয়েছে আগেই। এবার হোয়াইটওয়াশ মিশনেও স্বাগতিকদের চেপে ধরেছে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৯০ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। জবাবে ৪৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে ক্যারিবীয়রা।

এর আগে জাকের আলীর ৬ ছক্কার ঝোড়ো ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।

কিংসটাউনে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সৌম্য সরকারের বদলে ওপেন করতে নেমে ঝোড়ো সূচনা করেন পারভেজ হোসেন ইমন। ২১ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৯ আসে তার ব্যাট থেকে।

লিটন অবশ্য ১৩ বলে ১৪ করেই আউট হয়ে যান। তানজিদ তামিম করেন ৯ বলে ৯। মাঝে ২৩ বলে ২৯ রানের ইনিংস খেলে দিয়ে যান মেহেদী হাসান মিরাজ। এরপর জাকেরের ওয়ান ম্যান শো।

৪১ বলে ৩ চার আর ৬ ছক্কার মারে ৭২ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ১৮৯ পর্যন্ত পৌঁছে দেন জাকের। একটি করে চার-ছক্কায় ১২ বলে ১৭ করেন তানজিম হাসান সাকিব।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধুঁকছে ক্যারিবীয়রা, ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

প্রকাশের সময় : ০৯:৩৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ জয় হয়েছে আগেই। এবার হোয়াইটওয়াশ মিশনেও স্বাগতিকদের চেপে ধরেছে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৯০ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। জবাবে ৪৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে ক্যারিবীয়রা।

এর আগে জাকের আলীর ৬ ছক্কার ঝোড়ো ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।

কিংসটাউনে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সৌম্য সরকারের বদলে ওপেন করতে নেমে ঝোড়ো সূচনা করেন পারভেজ হোসেন ইমন। ২১ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৯ আসে তার ব্যাট থেকে।

লিটন অবশ্য ১৩ বলে ১৪ করেই আউট হয়ে যান। তানজিদ তামিম করেন ৯ বলে ৯। মাঝে ২৩ বলে ২৯ রানের ইনিংস খেলে দিয়ে যান মেহেদী হাসান মিরাজ। এরপর জাকেরের ওয়ান ম্যান শো।

৪১ বলে ৩ চার আর ৬ ছক্কার মারে ৭২ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ১৮৯ পর্যন্ত পৌঁছে দেন জাকের। একটি করে চার-ছক্কায় ১২ বলে ১৭ করেন তানজিম হাসান সাকিব।