দৌলতদিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
- প্রকাশের সময় : ০২:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ১০৪৯ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) প্রাণ হারিয়েছেন। রবিবার সকাল সোয়া ১০টা দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কে সৌহার্দ্য পরিবহন বাসের ধাক্কায় যুবকটি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন।
আহলাদিপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। তবে এখনও নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি টার্মিনালে রেখে চালক ও সহকারী পালিয়ে গেছে। বাসটি আটক করার চেষ্টা চলছে।
মহাসড়কে দ্রæতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। এলাকাবাসী নিহত যুবকের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার জন্য দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।