Dhaka ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচনের কথা ভাবতে হবে : নুর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / 34

 

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগে রাষ্ট্র সংস্কার ও জনআকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে, পরে নির্বাচনের কথা ভাবতে হবে।

রবিবার বিকেলে পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকায় গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, এই যে ৫ আগস্ট ছাত্রজনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের ডাকে হয় নাই, কোনো রাজনৈতিক নেতার নেতৃত্বে হয় নাই। ছাত্র আন্দোলনের মাধমে এই গণঅভ্যুত্থান হয়েছে।

তিনি আরও বলেন, এই জুলাই বিপ্লব আজকের যে আলোচনার শিরোনাম, জুলাই বিপ্লব এবং জনআকাঙ্ক্ষা, আমি মনে করি এই যে জনআকাঙ্ক্ষা, জনআকাঙ্ক্ষাকে ধারণ করেই কিন্তু এই গতানুগতিক রাজনীতির বাইরে এই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ বছরে ২০২১ সালে এসে গণ অধিকার পরিষদ এই ব্রত নিয়ে দল ঘোষণা করেছে। আজকে জুলাই বিপ্লব আপনারা সকলেই জানেন ২০১৮ সালে এই কোটা সংস্কার আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেই আন্দোলনের মধ্য দিয়েই আমাদের অবস্থান এবং আজকের পরিস্থিতি।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের অভিনন্দন জানিয়ে নুরুল হক নুর বলেন, অভিনন্দন জানাই আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের যে সব পরিবার গণ অধিকার পরিষদে যোগ দিয়েছেন তাদের। আপনারা পরিষ্কার জানেন যে, গণ অধিকার পরিষদের যে স্লোগান, গণ অধিকার পরিষদের যে মূলনীতি। গণ অধিকার পরিষদের চারটি মূলনীতি তার এক-গণতন্ত্র, দুই-ন্যায়বিচার, তিন-অধিকার ও চার-জাতীয় স্বার্থ।

গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিট নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় শহরের শতাধিক সনাতনী পরিবার নুরুল হক নুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গণ অধিকার পরিষদে যোগ দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচনের কথা ভাবতে হবে : নুর

প্রকাশের সময় : ১২:০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

 

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগে রাষ্ট্র সংস্কার ও জনআকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে, পরে নির্বাচনের কথা ভাবতে হবে।

রবিবার বিকেলে পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকায় গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, এই যে ৫ আগস্ট ছাত্রজনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের ডাকে হয় নাই, কোনো রাজনৈতিক নেতার নেতৃত্বে হয় নাই। ছাত্র আন্দোলনের মাধমে এই গণঅভ্যুত্থান হয়েছে।

তিনি আরও বলেন, এই জুলাই বিপ্লব আজকের যে আলোচনার শিরোনাম, জুলাই বিপ্লব এবং জনআকাঙ্ক্ষা, আমি মনে করি এই যে জনআকাঙ্ক্ষা, জনআকাঙ্ক্ষাকে ধারণ করেই কিন্তু এই গতানুগতিক রাজনীতির বাইরে এই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ বছরে ২০২১ সালে এসে গণ অধিকার পরিষদ এই ব্রত নিয়ে দল ঘোষণা করেছে। আজকে জুলাই বিপ্লব আপনারা সকলেই জানেন ২০১৮ সালে এই কোটা সংস্কার আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেই আন্দোলনের মধ্য দিয়েই আমাদের অবস্থান এবং আজকের পরিস্থিতি।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের অভিনন্দন জানিয়ে নুরুল হক নুর বলেন, অভিনন্দন জানাই আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের যে সব পরিবার গণ অধিকার পরিষদে যোগ দিয়েছেন তাদের। আপনারা পরিষ্কার জানেন যে, গণ অধিকার পরিষদের যে স্লোগান, গণ অধিকার পরিষদের যে মূলনীতি। গণ অধিকার পরিষদের চারটি মূলনীতি তার এক-গণতন্ত্র, দুই-ন্যায়বিচার, তিন-অধিকার ও চার-জাতীয় স্বার্থ।

গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিট নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় শহরের শতাধিক সনাতনী পরিবার নুরুল হক নুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গণ অধিকার পরিষদে যোগ দেন।