বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী ও তার বাবা
- প্রকাশের সময় : ০৬:১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ১০৭০ জন সংবাদটি পড়েছেন
বিয়ের দাবিতে গত তিন দিন ধরে প্রেমিক সানি হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন তরুণী ও তার বাবা। রাজবাড়ির কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের চর-শ্রীপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। তাদের বাড়ি পাবনার আমিনপুর থানার সুজানগর গ্রামে।
কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের চর শ্রীপুর গ্রামের নিলু মন্ডলের কলেজ পড়ুয়া ছেলে সানি হোসেনের বাড়িতে র গিয়ে দেখা যায়, তরুণী ও তার বাবা বসে আছেন।
মেয়ের বাবা আলতাব খান বলেন, তিন দিন ধরে আমি আমার মেয়েকে খুঁজছি। পরে জানতে পারলাম সে তার প্রেমিকের বাড়িতে আছে। সেই খবর পেয়ে আমি আসছি এবং সকাল থেকে আমার মেয়ের সঙ্গে তিনিও বসে আছেন।
ওই তরুণী বলেন, সে আমাকে বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। সে প্রতিনিয়ত আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। বিয়ের কথা বলে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে ঘুরেছে।
এ বিষয়ে সানি হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
ইউপি সদস্য মোশারফ হোসেন জানান, আমরা এলাকার লোকজন একসঙ্গে বসে সিদ্ধান্ত নিব। এখানে বয়সের একটা বিষয় আছে। সে বিষয়ে আমরা সমাজের লোক বসে আলোচনা করব।