Dhaka ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সাবেক ইউপি সদস্যের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৭৮ জন সংবাদটি পড়েছেন

 রাজবাড়ীতে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য জামরুল ইসলাম মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। দন্ডপ্রাপ্ত জামরুল রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০২২ সালের ২৫ ফেব্রæয়ারি তারিখে পাংশা উপজেলা এলাকার সপ্তম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ওই বছরের ১ মার্চ তারিখে পাংশা মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জামরুল ইসলামের বাড়ি থেকে ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত জামরুলকে গ্রেপ্তার করে। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা করে আদালত নিশ্চিত হন ওই ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যড. শেখ সাইফুল হক জানান, মামলায় আসামি দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের রায় দিয়েছেন। এ রায়ে তিনি সন্তুষ্ট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সাবেক ইউপি সদস্যের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৭:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

 রাজবাড়ীতে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য জামরুল ইসলাম মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। দন্ডপ্রাপ্ত জামরুল রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০২২ সালের ২৫ ফেব্রæয়ারি তারিখে পাংশা উপজেলা এলাকার সপ্তম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ওই বছরের ১ মার্চ তারিখে পাংশা মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জামরুল ইসলামের বাড়ি থেকে ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত জামরুলকে গ্রেপ্তার করে। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা করে আদালত নিশ্চিত হন ওই ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যড. শেখ সাইফুল হক জানান, মামলায় আসামি দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের রায় দিয়েছেন। এ রায়ে তিনি সন্তুষ্ট।