Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বসন্তপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৩০ জন সংবাদটি পড়েছেন

 রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন ফকির শাফিনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বসন্তপুর ইউনিয়নের মহারাজপুরে এ ঘটনা ঘটে। তিনি একই ইউনিয়নের বাসিন্দা।  তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার চোখের আঘাত খুবই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্র জানায়, সকালে মহারাজপুরে তার যৌথ মালিকানাধীন আরএস ইট ভাটায় বসেছিলেন। এসময় কয়েক দুর্বৃত্ত সেখানে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও ইট দিয়ে মাথা থেতলে দেয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তার মাথা, চোখ ও পায়ে গুরুতর জখম হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. এসএমএ হান্নান জানান, শাহিনের মাথা, পা ও চোখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। চোখের আঘাতটি খুবই গুরুতর। এটি বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। এই চোখ দিয়ে সে আর দেখতে পাবে কীনা সন্দেহ। মূলত চোখের চিকিৎসার জন্যই তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, বিষয়টি তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বসন্তপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০৬:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

 রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন ফকির শাফিনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বসন্তপুর ইউনিয়নের মহারাজপুরে এ ঘটনা ঘটে। তিনি একই ইউনিয়নের বাসিন্দা।  তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার চোখের আঘাত খুবই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্র জানায়, সকালে মহারাজপুরে তার যৌথ মালিকানাধীন আরএস ইট ভাটায় বসেছিলেন। এসময় কয়েক দুর্বৃত্ত সেখানে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও ইট দিয়ে মাথা থেতলে দেয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তার মাথা, চোখ ও পায়ে গুরুতর জখম হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. এসএমএ হান্নান জানান, শাহিনের মাথা, পা ও চোখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। চোখের আঘাতটি খুবই গুরুতর। এটি বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। এই চোখ দিয়ে সে আর দেখতে পাবে কীনা সন্দেহ। মূলত চোখের চিকিৎসার জন্যই তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, বিষয়টি তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।