Dhaka ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

একদিনেই ৩ মামলা, মিতুল হাকিমসহ আসামি আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৬৮ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীতে একদিনেই আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি পৃথক মামলা হয়েছে। রোববার পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের সুমন খন্দকার বাদী হয়ে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিম সহ ৩১ জন, একই গ্রামের মাসুদ রানা জনি বাদী হয়ে ১৭জন এবং গুধিবাড়ী গ্রামের আজিজুল ইসলাম রাজা বাদী হয়ে ৬জনের বিরুদ্ধে বাদী হয়ে পাংশা আমলী আদালত ও দ্রæত বিচার আদালতে চাঁদাবাজির অভিযোগে এসব মামলা দায়ের করেন। মামলায় পাংশা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

বাদী সুমন খন্দকার দাবি করেছেন, ২০১৮ সালের ২৫ ডিসেম্বর মিতুল হাকিমের নেতৃত্বে আসামিরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় তার বাড়িতে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটায় ও মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করে। প্রাণভয়ে তাদেরকে ৫ লাখ টাকা দেন।

অপর মামলার বাদী মাসুদ রানা জনির দাবি, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর পাংশার সাবেক মেয়র আব্দুল্লাহ আল মাসুদ বিশ^াসের নেতৃত্বে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত টাকা না পেয়ে তার বসতবাড়ি ভাংচুর করা হয়।

রাজবাড়ী আদালতের আইনজীবী অ্যড. জাহিদ উদ্দিন মোল্যা জানান, আদালতের বিচারক মামলা তিনটি গ্রহণ করে যথাক্রমে ওসি ডিবি, ওসি পাংশা ও পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একদিনেই ৩ মামলা, মিতুল হাকিমসহ আসামি আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মী

প্রকাশের সময় : ০৬:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

রাজবাড়ীতে একদিনেই আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি পৃথক মামলা হয়েছে। রোববার পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের সুমন খন্দকার বাদী হয়ে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিম সহ ৩১ জন, একই গ্রামের মাসুদ রানা জনি বাদী হয়ে ১৭জন এবং গুধিবাড়ী গ্রামের আজিজুল ইসলাম রাজা বাদী হয়ে ৬জনের বিরুদ্ধে বাদী হয়ে পাংশা আমলী আদালত ও দ্রæত বিচার আদালতে চাঁদাবাজির অভিযোগে এসব মামলা দায়ের করেন। মামলায় পাংশা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

বাদী সুমন খন্দকার দাবি করেছেন, ২০১৮ সালের ২৫ ডিসেম্বর মিতুল হাকিমের নেতৃত্বে আসামিরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় তার বাড়িতে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটায় ও মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করে। প্রাণভয়ে তাদেরকে ৫ লাখ টাকা দেন।

অপর মামলার বাদী মাসুদ রানা জনির দাবি, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর পাংশার সাবেক মেয়র আব্দুল্লাহ আল মাসুদ বিশ^াসের নেতৃত্বে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত টাকা না পেয়ে তার বসতবাড়ি ভাংচুর করা হয়।

রাজবাড়ী আদালতের আইনজীবী অ্যড. জাহিদ উদ্দিন মোল্যা জানান, আদালতের বিচারক মামলা তিনটি গ্রহণ করে যথাক্রমে ওসি ডিবি, ওসি পাংশা ও পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।