‘আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ১১১২ জন সংবাদটি পড়েছেন
‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কেউ যেন ভোট কাটার কথা চিন্তাও না করে। সেই লক্ষ্য নিয়েই জেলা আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে’- রোববার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোরশেদা খাতুন।
Tag :