Dhaka ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নিখোঁজের ১৩ দিন পর পাটক্ষেতে তরুণীর কঙ্কাল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ১০৮৭ জন সংবাদটি পড়েছেন

 

নিখোঁজের ১৩ দিন পর গত সোমবার সন্ধ্যার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া গ্রামের একটি পাট ক্ষেত থেকে তরুণীর কঙ্কাল উদ্ধার করেছে কালুখালী থানার পুলিশ। কঙ্কালটি জান্নাতি বেগম নামে ২২ বছর বয়সী এক তরুণীর বলে নিশ্চিত করেছে পুলিশ। সে একই গ্রামের কাশেম বেপারীর মেয়ে। গত ৫ জুলাই থেকে নিখোঁজ ছিল সে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুসের সাথে বিয়ে হয়েছিল জান্নাতির। তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্ম নেয়। বছর খানেক আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এরপর থেকে জান্নাতি বাবার বাড়িতেই থাকতো। তাদের শিশু সন্তানটি তার বাবার কাছেই থাকে। গত ৫ জুলাই জান্নাতি হঠাৎ নিখোঁজ হয়। এ ঘটনায় গত ১১ জুলাই নিহতের পরিবারের পক্ষ থেকে কালুখালী থানায় লিখিত অভিযোগ করা হয়। গত সোমবার বিকেলে পাট ক্ষেতে এলাকাবাসী একটি কঙ্কাল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। কঙ্কালের পাশে পড়ে থাকা কাপড়, স্যান্ডেলসহ অন্যান্য জিনিস দেখে তার পরিবারের লোকজন কঙ্কালটি জান্নাতির বলে ধারণা করেন।

কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কঙ্কাল উদ্ধার করা হচ্ছে। পায়ের স্যান্ডেল ও কাপড় দেখে কঙ্কালটি নিখোঁজ জান্নাতির বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে নিহতের মা নাজমা আক্তার বাদী হয়ে মামলা করেছেন। কারা কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি বলা সম্ভব নয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিখোঁজের ১৩ দিন পর পাটক্ষেতে তরুণীর কঙ্কাল

প্রকাশের সময় : ০৯:০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

 

নিখোঁজের ১৩ দিন পর গত সোমবার সন্ধ্যার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া গ্রামের একটি পাট ক্ষেত থেকে তরুণীর কঙ্কাল উদ্ধার করেছে কালুখালী থানার পুলিশ। কঙ্কালটি জান্নাতি বেগম নামে ২২ বছর বয়সী এক তরুণীর বলে নিশ্চিত করেছে পুলিশ। সে একই গ্রামের কাশেম বেপারীর মেয়ে। গত ৫ জুলাই থেকে নিখোঁজ ছিল সে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুসের সাথে বিয়ে হয়েছিল জান্নাতির। তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্ম নেয়। বছর খানেক আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এরপর থেকে জান্নাতি বাবার বাড়িতেই থাকতো। তাদের শিশু সন্তানটি তার বাবার কাছেই থাকে। গত ৫ জুলাই জান্নাতি হঠাৎ নিখোঁজ হয়। এ ঘটনায় গত ১১ জুলাই নিহতের পরিবারের পক্ষ থেকে কালুখালী থানায় লিখিত অভিযোগ করা হয়। গত সোমবার বিকেলে পাট ক্ষেতে এলাকাবাসী একটি কঙ্কাল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। কঙ্কালের পাশে পড়ে থাকা কাপড়, স্যান্ডেলসহ অন্যান্য জিনিস দেখে তার পরিবারের লোকজন কঙ্কালটি জান্নাতির বলে ধারণা করেন।

কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কঙ্কাল উদ্ধার করা হচ্ছে। পায়ের স্যান্ডেল ও কাপড় দেখে কঙ্কালটি নিখোঁজ জান্নাতির বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে নিহতের মা নাজমা আক্তার বাদী হয়ে মামলা করেছেন। কারা কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি বলা সম্ভব নয়।