Dhaka ০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

অবৈধ ইটভাটা বন্ধ করে দিল প্রশাসন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • / ১১০৭ জন সংবাদটি পড়েছেন

 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা এনএসবি ইটভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটার চুল্লি ও মাটির ইট পানি দিয়ে ধসিয়ে দেওয়া হয়। এসময় ভাটার মালিক নুর এ আকরামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, এনএসবি ইট ভাটা অবৈধভাবে চলছিলল। সম্প্রতি উচ্চ আদালত এই ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন। এ নির্দেশনা পাওয়ার কিছুদিন বন্ধ রেখে আবারও চালু করলে প্রশাসন অভিযান চালিয়ে বন্ধ করে। পরে আবারও চালু করলে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন অভিযান চালিয়ে ভাটার চুল্লি নিভিয়ে দেওয়া সহ ইট বিনষ্ট করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী রাজবাড়ী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর রফিকুল ইসলাম জানান, ভাটাটি লোকালয়ে। পাশে একটি স্কুলও রয়েছে। ইটভাটাটি বন্ধে উচ্চ আদালতে রিট করা হলে বন্ধের নির্দেশনা দেন আদালত। সে মোতাবেক তিনি এর আগে একবার বন্ধ করে দিয়েছিলেন। আবারও ভাটাটি চালু হয়েছে জেনে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়। একই সাথে মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অবৈধ ইটভাটা বন্ধ করে দিল প্রশাসন

প্রকাশের সময় : ০৯:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা এনএসবি ইটভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটার চুল্লি ও মাটির ইট পানি দিয়ে ধসিয়ে দেওয়া হয়। এসময় ভাটার মালিক নুর এ আকরামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, এনএসবি ইট ভাটা অবৈধভাবে চলছিলল। সম্প্রতি উচ্চ আদালত এই ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন। এ নির্দেশনা পাওয়ার কিছুদিন বন্ধ রেখে আবারও চালু করলে প্রশাসন অভিযান চালিয়ে বন্ধ করে। পরে আবারও চালু করলে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন অভিযান চালিয়ে ভাটার চুল্লি নিভিয়ে দেওয়া সহ ইট বিনষ্ট করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী রাজবাড়ী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর রফিকুল ইসলাম জানান, ভাটাটি লোকালয়ে। পাশে একটি স্কুলও রয়েছে। ইটভাটাটি বন্ধে উচ্চ আদালতে রিট করা হলে বন্ধের নির্দেশনা দেন আদালত। সে মোতাবেক তিনি এর আগে একবার বন্ধ করে দিয়েছিলেন। আবারও ভাটাটি চালু হয়েছে জেনে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়। একই সাথে মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।