ট্রাক ও ৩ গরু উদ্ধার
রাজবাড়ীতে গরুচোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৯:১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১১১৩ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী সদর থানার পুলিশ আন্তঃ জেলা গরু চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে। রোববার দিবাগত রাতে পাশর্^বর্তী ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় চুরি কাজে ব্যবহৃত একটি ট্রাক ও তিনটি চোরাই গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুর কোতয়ালী থানার শিবরামপুর গ্রামের এমেদালী পাড়ার সানোয়ার শেখের ছেলে শফিকুল শেখ, খুলনা জেলার আলংঘাট ঈদগাহ মসজিদের উত্তরপাশের গ্রামের সোহরাব শেখের ছেলে সেলিম শেখ, ফরিদপুর জেলার ছৈল্লা বিশ্বাসডাঙ্গী গ্রামের মৃত সোহরাব শেখের ছেলে শেখ ফরিদ, গুহ লক্ষীপুর গ্রামের মৃত মোমিন মোল্লার ছেলে আজিজুল হক ওরফে আকিদুল মোল্লা, নগরকান্দা থানার সন্তষী গ্রামের ইউনুছ মিয়ার ছেলে নাহিদ মিয়া এবং ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামের আক্কাস মাতুব্বরের ছেলে কায়েস মাতুব্বর।
রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, রাজবাড়ী সদর উপজেলার নিমতলা এলাকা থেকে চোর চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ। তাদের তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চার সদস্যকে গ্রেপ্তার ও চুরি কাজে ব্যবহৃত ট্রাক এবং তিনটি চোরাই গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা আন্তঃ জেলা গরু চোর চক্রের সদস্য। তারা রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় গরু চুরি করে থাকে। সোমবার দুপুরে তাদের রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।