বালিয়াকান্দিতে নারী দিবসে শোভাযাত্রা
- প্রকাশের সময় : ০৬:৩৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ১১৯০ জন সংবাদটি পড়েছেন
সবার সাথে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি ” এই প্রতিপাদ্য নিয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলার বালিয়াকান্দি উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে এদিবস পালিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে নারী নির্যাতনে প্রতিরোধ দিবসের বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। র্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারীরা অংশগ্রহণ করে। পরে বালিয়াকান্দি উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এস, আই পল্লব প্রমূখ।