বহরপুর হেল্প লাইনের আয়োজনে এলাকার ত্রিরত্নকে সংবর্ধনা

- প্রকাশের সময় : 09:30:31 pm, Thursday, 12 January 2023
- / 1036 জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের “বহরপুর হেল্প লাইনের (অনলাইন গ্রুপ) ” আয়োজনে এলাকার “ত্রিরত্ন সংবর্ধনা অনুষ্ঠান” নামে ছাত্র সমাজকে সুশিক্ষায় উৎসাহিত করতে এক ব্যাতিক্রম ধর্মী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারস্থ জেলা আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ” বহরপুর হেল্প লাইন “(অনলাইন গ্রুপ) এর প্রতিষ্ঠাতা সভাপতি রোমানা কবিরের ব্যাক্তিগত কার্যালয়ে ইসলামপুর ও বহরপুর ইউনিয়নের উদিয়মান ত্রিরত্ন তিনজন ক্যাডেট স্টুডেন্টদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শিক্ষার মানোন্নয়ন ও এলাকার ছাত্রদেরকে শিক্ষার অনুপ্রেরনা যোগাতে বহরপুরের ত্রিরত্ন ঝিনাইদহ ক্যাডেট কলেজের ক্যাডেট তাহসিন, ঝিনাইদহ ক্যাডেট কলেজের ক্যাডেট সনেট ও রাজশাহী ক্যাডেট কলেজের ক্যাডেট নাঈম কে বহরপুর হেল্প লাইন (অনলাইন গ্রুপ) এর ক্রেষ্ট ও রজণীগন্ধার গুচ্ছ দিয়ে সংবর্ধিত করা হয়েছে।
বহরপুর হেল্প লাইন (অনলাইন গ্রুপ) এর প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এবং শিক্ষানুরাগী রোমানা কবিরের সভাপতিত্বে মানোন্নত শিক্ষা ও সামাজিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন, বহরপুর হেল্প লাইনের উপদেষ্টা ব্যবসায়ী মোঃ আলিমুজ্জামান মোল্লা বাবুল, বহরপুর হাট মালিক মোঃ আক্তারুজ্জামান আকা, ব্যবসায়ী মোঃ আজিমুদ্দিন শেখ প্রমূখ।
বক্তাগণ বলেন, আজ সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাদক। এর মধ্য থেকে আমাদের এলাকার ইসলামপুর ইউনিয়নের ইমদাদুল হক রানার ছেলে ক্যাডেট তাহ্সিন, বহরপুর ইউনিয়নের হারুন – অর -রশিদের ছেলে ক্যাডেট নাঈম ও সঞ্জয় কুমার কুন্ডুর ছেলে ক্যাডেট সনেট এলাকায় শিক্ষার উজ্জ্বল আলো ছড়িয়ে চলেছেন। তাদের দেখে এলাকার আরও অন্যান্যরা উদ্বুদ্ধ হবে বলে আমরা আশা রাখি।