রাজবাড়ীতে বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা
- প্রকাশের সময় : ০৮:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৪১৩ জন সংবাদটি পড়েছেন
‘শাণিত যুক্তির তীব্র আলোয় দূর হবে অন্ধকার’ ¯েøাগানকে সামনে রেখে রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের উদ্যোগে শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন শিল্পপতি নাসিম শফি, রাবেয়া কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান নজরুল ইসলাম, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, বিতার্কিক ইশিতা সুর আপন প্রমুখ।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মাইনুদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম ও বেস্ট প্লাস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরডিএ’র সহ সাংগঠনিক সম্পাদক নিলয় সাহা।
দিনব্যাপী এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল-কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।