Dhaka ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে গৃহবধূ বালিয়াকান্দিতে মিল শ্রমিককে ধর্ষণের অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
  • / ১৪৮৩ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে এক গৃহবধূ ও বালিয়াকান্দিতে মিল শ্রমিককে ধর্ষণের অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট থানায় মামলা দুটি করা হয়।

বালিয়াকান্দি থানায় দায়ের করা মামলার বাদী নিপীড়নের শিকার মিল শ্রমিকের মা। আসামির নাম সাইফুল মিয়া। সে একই উপজেলার জামালপুর  ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের রফিক মিয়ার ছেলে। মামলায় তিনি অভিযোগ করেছেন, তার মেয়ে উপজেলার একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করে। মিলের পাশেই তারা বাসা ভাড়া থাকেন। চার মাস আগে সাইফুলের সাথে তার মেয়ের প্রেমের সম্পর্ক  হয়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তার মেয়েকে ধর্ষণ করে আসছে সাইফুল। গত ২৩ সেপ্টেম্বর তারিখে একইভাবে ধর্ষণ করে। এরপর তার মেয়ে সাইফুলকে বিয়ের কথা বললে সে অস্বীকৃতি জানায়। কোনোভাবেই সে তার মেয়েকে বিয়ে করতে রাজী হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এসআই মাজহারুল ইসলাম জানান, মামলাটি রেকর্ড করার পর আসামি সাইফুলকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হয়েছিল। পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। ধর্ষণের শিকার তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে রাজবাড়ী  সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন এলাকায় ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। এঘটনায় একই  ইউনিয়নের গাবলা গ্রামের মোহাম্মদ আহাদের বিরুদ্ধে গৃহবধূ নিজে বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। সে একই গ্রামের এসএম কবীরের ছেলে।

মামলায় গৃহবধূ অভিযোগ করেছেন, আহাদ দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করছিলো। মাঝে মধ্যে কুপ্রস্তাবও দিত। গত মঙ্গলবার দিবাগত রাতে তিনি প্রকৃতির ডাকে ঘরের বাইরে থাকা টয়লেটে যান। সেখান থেকে বের হওয়া মাত্র ওঁৎ পেতে থাকা আহাদ তার গলায় গামছা পেঁচিয়ে ফেলে দেয় ও মুখ চেপে ধরে ধর্ষণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই মেজবাহউদ্দিন জানান, রাজবাড়ী সদর হাসপাতালে ওই গৃহবধূর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন  হয়েছে। আসামি আহাদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে গৃহবধূ বালিয়াকান্দিতে মিল শ্রমিককে ধর্ষণের অভিযোগ

প্রকাশের সময় : ০৬:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে এক গৃহবধূ ও বালিয়াকান্দিতে মিল শ্রমিককে ধর্ষণের অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট থানায় মামলা দুটি করা হয়।

বালিয়াকান্দি থানায় দায়ের করা মামলার বাদী নিপীড়নের শিকার মিল শ্রমিকের মা। আসামির নাম সাইফুল মিয়া। সে একই উপজেলার জামালপুর  ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের রফিক মিয়ার ছেলে। মামলায় তিনি অভিযোগ করেছেন, তার মেয়ে উপজেলার একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করে। মিলের পাশেই তারা বাসা ভাড়া থাকেন। চার মাস আগে সাইফুলের সাথে তার মেয়ের প্রেমের সম্পর্ক  হয়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তার মেয়েকে ধর্ষণ করে আসছে সাইফুল। গত ২৩ সেপ্টেম্বর তারিখে একইভাবে ধর্ষণ করে। এরপর তার মেয়ে সাইফুলকে বিয়ের কথা বললে সে অস্বীকৃতি জানায়। কোনোভাবেই সে তার মেয়েকে বিয়ে করতে রাজী হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এসআই মাজহারুল ইসলাম জানান, মামলাটি রেকর্ড করার পর আসামি সাইফুলকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হয়েছিল। পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। ধর্ষণের শিকার তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে রাজবাড়ী  সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন এলাকায় ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। এঘটনায় একই  ইউনিয়নের গাবলা গ্রামের মোহাম্মদ আহাদের বিরুদ্ধে গৃহবধূ নিজে বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। সে একই গ্রামের এসএম কবীরের ছেলে।

মামলায় গৃহবধূ অভিযোগ করেছেন, আহাদ দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করছিলো। মাঝে মধ্যে কুপ্রস্তাবও দিত। গত মঙ্গলবার দিবাগত রাতে তিনি প্রকৃতির ডাকে ঘরের বাইরে থাকা টয়লেটে যান। সেখান থেকে বের হওয়া মাত্র ওঁৎ পেতে থাকা আহাদ তার গলায় গামছা পেঁচিয়ে ফেলে দেয় ও মুখ চেপে ধরে ধর্ষণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই মেজবাহউদ্দিন জানান, রাজবাড়ী সদর হাসপাতালে ওই গৃহবধূর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন  হয়েছে। আসামি আহাদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।