বালিয়াকান্দিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি সভা

- প্রকাশের সময় : 08:20:29 pm, Wednesday, 3 March 2021
- / 1158 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ঃ ঐতিহাসিক ৭ই মার্চ পালন ও আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার, বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঐতিহাসিক ৭ই মার্চ পালন ও আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার সিদ্ধান্ত গৃহিত হয়।