ইউপি সদস্য খসরু ও পরিবহন মালিক ভানু সোম মারা গেছেন

- প্রকাশের সময় : 07:32:41 pm, Tuesday, 2 March 2021
- / 1171 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য রিজভী আহম্মেদ খসরু (৫০) মঙ্গলবার ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন)।
জানাগেছে, উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য রিজভী আহম্মেদ খসরু সকালে নিজবাড়ী ছাবনীপাড়া গ্রামে অসুস্থবোধ করে। তাকে দ্রুত ফরিদপুর ডায়াবেটিকস হাসপাতালে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির সড়ক সম্পাদক ও বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি, উপজেলা সৎ সঙ্গের সভাপতি ভানু পদ সোম (৬৮) আর নেই। তিনি বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের বাড়ীতে মঙ্গলবার রাত ৪টার দিকে হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে মারা যান। তাকে ইলিশকোল রায়পুর মহাশ্মশানে সৎকার করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে, ১মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।