বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

- প্রকাশের সময় : 07:50:00 pm, Monday, 1 March 2021
- / 1172 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে সুমনা মন্ডল নামে এক স্কুলছাত্রী। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাড়িয়াদহ গ্রামের রিপন কুমার মন্ডলের মেয়ে। পারিবারিক কলহের জের ধরে সোমবার এ ঘটনা ঘটে। জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল সে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সুমনা তার মামা বাড়ি থেকে পড়াশোনা করতো। সকালে মামা বাড়ির একটি কক্ষে গিয়ে গলায় ফাঁস নেয়। পরিবারের সদস্যরা টের পয়ে তার লাশ নামানোর আগেই সে মারা যায়।
বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।