Dhaka ১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে বিকাশ প্রতারক আটক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • / ১২৫৫ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি থানার সহায়তায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ বিকাশ থেকে টাকা চুরি করে নেয়ার দুই বছরেরও বেশি সময় পর এক প্রতারককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত প্রতারকের নাম নাম সেলিম ওরফে সোহেল মিয়া (২৬)। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের মহারাজপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন ঔষধ কোম্পানীর রিপ্রেজেটিটিভ।

জানাগেছে, ২০১৮ সালের ১০ অক্টোবর দুপুরে সালাহ উদ্দীন বিশ্বাস নামে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার এক ব্যক্তির মোবাইলে একটি কল আসে। ফোন করা ব্যক্তি নিজেকে বিকাশের কর্মকর্তা পরিচয় দেন। এরপর কৌশলে পিন নম্বর নিয়ে তার বিকাশ থেকে ৩২ হাজার ৬৩ টাকা চুরি করে নেয়। এ নিয়ে সেদিন রাজপাড়া থানায় একটি মামলা হয়।

মামলার প্রেক্ষিতে রাজপাড়া থানা পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রতারকের অবস্থান নিশ্চিত হয়। এরপর বুধবার সেলিম ওরফে সোহেল মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, বালিয়াকান্দি থানা পুলিশের সহায়তায় রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে বিকাশ প্রতারক আটক

প্রকাশের সময় : ০৮:০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি থানার সহায়তায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ বিকাশ থেকে টাকা চুরি করে নেয়ার দুই বছরেরও বেশি সময় পর এক প্রতারককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত প্রতারকের নাম নাম সেলিম ওরফে সোহেল মিয়া (২৬)। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের মহারাজপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন ঔষধ কোম্পানীর রিপ্রেজেটিটিভ।

জানাগেছে, ২০১৮ সালের ১০ অক্টোবর দুপুরে সালাহ উদ্দীন বিশ্বাস নামে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার এক ব্যক্তির মোবাইলে একটি কল আসে। ফোন করা ব্যক্তি নিজেকে বিকাশের কর্মকর্তা পরিচয় দেন। এরপর কৌশলে পিন নম্বর নিয়ে তার বিকাশ থেকে ৩২ হাজার ৬৩ টাকা চুরি করে নেয়। এ নিয়ে সেদিন রাজপাড়া থানায় একটি মামলা হয়।

মামলার প্রেক্ষিতে রাজপাড়া থানা পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রতারকের অবস্থান নিশ্চিত হয়। এরপর বুধবার সেলিম ওরফে সোহেল মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, বালিয়াকান্দি থানা পুলিশের সহায়তায় রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।