বিশ^বিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১১৯৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ বরিশাল ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বুধবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি’র ব্যানারে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, রাতের আঁধারে বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। ছাত্রীদের লাঞ্ছিত করা হয়েছে। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় শিক্ষার্থীদের উপর গেরুয়া গ্রামের বাসিন্দারা হামলা চালিয়েছে। এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এসময় বক্তৃতা করেন আনোয়ার হোসেন, মো. হাসান আলী প্রমুখ।
Tag :