বাংলাদেশ কৃষকলীগ গণমানুষের আস্থার রাজনিতিতে বিশ^াসী -সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকি হক
- প্রকাশের সময় : ০৯:৪৬:১০ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৩৭৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ বাংলাদেশ কৃষকলীগ গণমানুষের আস্থার প্রতিফলন ঘটিয়ে সাধারণ মানুষের কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা পৌছে দিতে কাজ করে চলছে। কৃষক ও কৃষি বান্ধব সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ কৃষকের হাতে পৌছে দিতে কাজ করে চলেছে বাংলাদেশ কৃষকলীগ। কৃষকলীগের নেতা কর্মীরা কারো রক্ত চক্ষু দেখে ভয় পায়না তারা খেটে খাওয়া মানুষ নিজের খেয়ে অন্যের চোখ রাঙ্গানী আর সয্য করবে না এ দেশের কৃষক লীগের নেতা কর্মীরা। আজ সকল ভয় উপেক্ষা করে মানুষ এ প্রগ্রামে এসেছেন। পাট্টা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিকী কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা বলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
গোলাম মোস্তফা লুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, জেলা কৃষকলীগের আহবায়ক মোঃ আবু বক্কার খান,যুগ্ন আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী,পাংশা উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ রোকন উদ্দিন বকুল বিশ^াস,সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত বাবু, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ হাসিবুল ইসলাম বরকত, পাট্টা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইউসুন আলী বিশ^াস, কালুখালী উপজেলা কৃষকলীগের নেতা আহম্মদ আলী বাদশা প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে উপস্থিত লোকদের কন্ঠ ভোটে পূনরায় পাট্টা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা লুলু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা।