বালিয়াকান্দিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 07:51:54 pm, Saturday, 20 February 2021
- / 1190 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে বালিয়াকান্দি থানার এস,আই ফায়জুর খান, এস,আই ওয়াহিদুজ্জামান,পিপিএম, এ,এস,আই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযানে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি মসজিদের সামনে রাস্তার উপর ইয়াবা বিক্রির সময় ১৫ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রহমত মোল্যা (২৪) কে আটক করা হয়। সে বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামের ইসহাক মোল্যার ছেলে। এব্যাপারে থানার এস,আই ওয়াহিদুজ্জামান,পিপিএম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতকে শনিবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
Tag :