বালিয়াকান্দিতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশের সময় : ০৭:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৩৮২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম, জিয়াউর রহমান (৩৫)। সে উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া মধুপুর গ্রামের আঃ গফুর মন্ডলের ছেলে। সোমবার রাতে তার নিজবাড়ীর সামনে থেকে গ্রেফতার করা হয়। তাকে মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্যের নেতৃত্বে এস,আই ফায়জুর খান, এ,এস,আই ইলিয়াছ, এ,এস,আই শহিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া মধুপুর গ্রামের মাদক ব্যবসায়ী জিয়াউর রহমানের বাড়ীর সামনে থেকে এক কেজি গাঁজাসহ জিয়াউর রহমানকে আটক করা হয়। এ ব্যাপারে এস,আই ফায়জুর খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য।