Dhaka ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দুই বছর পর পুনরায় চালু হতে যাচ্ছে শ্রমিক ইউনিয়ন উপ-পরিষদ কার্যালয়

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • / ১২৬৮ জন সংবাদটি পড়েছেন

রবিউল হাসান রাজিবঃ দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর মঙ্গলবার ৯ই ফেব্রুয়ারি রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পাংশা উপ-পরিষদ কার্যালয় খোলা হলো।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পাংশা উপ-পরিষদ (রেজিঃ নং- ২২৮৪ ঢাকা) কার্যালয়টি গত ২০১৯ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে অর্থাৎ পাংশা উপজেলা নির্বাচনের এক মাস আগে শ্রমিকদের উচ্ছেদ করার লক্ষ্যে অজ্ঞাত মুখোশধারী দুষ্কৃতিকারী ও রাষ্ট্রবিরোধী একদল সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শ্রমিক কার্যালয়ে দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিসোটা নিয়ে দিনে দুপুরে প্রবেশ করে অফিসে ব্যবহৃত আসবাবপত্রগুলো ব্যাপক ভাঙচুর চালায়। 

কার্যালয়ের সামনের থাইগ্লাস, টেলিভিশন, চেয়ার-টেবিল সকল কিছু ব্যবহারের অনুপযোগী হয় ভাঙচুরের ফলে। অফিসে অতর্কিত এ হামলায় শ্রমিকরা হতভম্ব হয়ে যায়। অফিসে বসে থাকা শ্রমিকরা সংখ্যায় কম থাকায় তাদেরকে প্রাণনাশের হুমকি দিলে তারা ভয়ে সেখান থেকে চলে যায়। এ সময় তারা ঘটনাটি আরো শ্রমিকদেরকে বললে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা অস্ত্রমুখে তাদের হুমকি দিয়ে তা প্রতিহত করে।

বিষয়টি নিয়ে শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে থাকা কর্মীরা স্থানীয় সংসদ সদস্য (রাজবাড়ী-২) জিল্লুল হাকিমের নিকট সরনাপন্ন হন। শ্রমিকবান্ধব এমপি পুনরায় কার্যালয় সাজিয়ে চালু করতে তাদেরকে নির্দেশ দেন। পুনরায় অফিস চালু করতে গেলে দুর্বৃত্তরা হামলার পুনরাবৃত্তি ঘটিয়ে কার্যালয়টি তালাবদ্ধ করে দেয়। 

দীর্ঘ দুই বছর শ্রমিক ইউনিয়নের এই কার্যালয় বন্ধ থাকার পর বর্তমানে পাংশার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক উন্নতি হওয়ায় ঐক্যবদ্ধ শ্রমিক নেতাকর্মীদের সহায়তায় পাংশা উপজেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি ইদ্রিস আলী বাবুসহ সকল শ্রমিকরা একত্রে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এই কার্যালয় খুলে তাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ গ্রহন করেছেন।

এ বিষয়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলী বাবুসহ সংগঠনের শ্রমিকরা স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন, পৌর মেয়র ওয়াজেদ আলী মাস্টার, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ ও সংশ্লিষ্ট দপ্তরসহ স্থানীয় নেত্রীবৃন্দের সহযোগিতা কামনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুই বছর পর পুনরায় চালু হতে যাচ্ছে শ্রমিক ইউনিয়ন উপ-পরিষদ কার্যালয়

প্রকাশের সময় : ০৭:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১

রবিউল হাসান রাজিবঃ দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর মঙ্গলবার ৯ই ফেব্রুয়ারি রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পাংশা উপ-পরিষদ কার্যালয় খোলা হলো।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পাংশা উপ-পরিষদ (রেজিঃ নং- ২২৮৪ ঢাকা) কার্যালয়টি গত ২০১৯ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে অর্থাৎ পাংশা উপজেলা নির্বাচনের এক মাস আগে শ্রমিকদের উচ্ছেদ করার লক্ষ্যে অজ্ঞাত মুখোশধারী দুষ্কৃতিকারী ও রাষ্ট্রবিরোধী একদল সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শ্রমিক কার্যালয়ে দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিসোটা নিয়ে দিনে দুপুরে প্রবেশ করে অফিসে ব্যবহৃত আসবাবপত্রগুলো ব্যাপক ভাঙচুর চালায়। 

কার্যালয়ের সামনের থাইগ্লাস, টেলিভিশন, চেয়ার-টেবিল সকল কিছু ব্যবহারের অনুপযোগী হয় ভাঙচুরের ফলে। অফিসে অতর্কিত এ হামলায় শ্রমিকরা হতভম্ব হয়ে যায়। অফিসে বসে থাকা শ্রমিকরা সংখ্যায় কম থাকায় তাদেরকে প্রাণনাশের হুমকি দিলে তারা ভয়ে সেখান থেকে চলে যায়। এ সময় তারা ঘটনাটি আরো শ্রমিকদেরকে বললে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা অস্ত্রমুখে তাদের হুমকি দিয়ে তা প্রতিহত করে।

বিষয়টি নিয়ে শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে থাকা কর্মীরা স্থানীয় সংসদ সদস্য (রাজবাড়ী-২) জিল্লুল হাকিমের নিকট সরনাপন্ন হন। শ্রমিকবান্ধব এমপি পুনরায় কার্যালয় সাজিয়ে চালু করতে তাদেরকে নির্দেশ দেন। পুনরায় অফিস চালু করতে গেলে দুর্বৃত্তরা হামলার পুনরাবৃত্তি ঘটিয়ে কার্যালয়টি তালাবদ্ধ করে দেয়। 

দীর্ঘ দুই বছর শ্রমিক ইউনিয়নের এই কার্যালয় বন্ধ থাকার পর বর্তমানে পাংশার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক উন্নতি হওয়ায় ঐক্যবদ্ধ শ্রমিক নেতাকর্মীদের সহায়তায় পাংশা উপজেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি ইদ্রিস আলী বাবুসহ সকল শ্রমিকরা একত্রে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এই কার্যালয় খুলে তাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ গ্রহন করেছেন।

এ বিষয়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলী বাবুসহ সংগঠনের শ্রমিকরা স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন, পৌর মেয়র ওয়াজেদ আলী মাস্টার, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ ও সংশ্লিষ্ট দপ্তরসহ স্থানীয় নেত্রীবৃন্দের সহযোগিতা কামনা করেন।