রাজবাড়ীতে নৌকার পক্ষে কেন্দ্রীয় কৃষকলীগ নেতা নুরে আলম সিদ্দিকীর প্রচার প্রচারণা
- প্রকাশের সময় : ০৯:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৩৫৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মহম্মদ আলী চৌধুরীর পক্ষে সোমবার দিনভর প্রচার প্রচারণা চালিয়েছেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। জেলা কৃষকলীগের নেতাকর্মিরা তার সঙ্গে ছিলেন।
জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে কৃষকলীগের স্থানীয় নেতাকর্মিদের নিয়ে রাজবাড়ী শহরের বাজার, মার্কেট, বিপনী বিতান ও আবাসিক এলাকায় গিয়ে নৌকার পক্ষে ভোট চান।
এর আগে এক পথসভায় তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিগত পাঁচ বছরে রাজবাড়ী পৌরসভায় ব্যাপক উন্নয়ন হয়েছে। নৌকা জিতলে আরও উন্নয়ন হবে। মানুষ নাগরিক সুবিধা পাবে।
পথসভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, জেলা কৃষকলীগের আহ্বায়ক আবু বক্কার খান, মোস্তফা মাহমুদ হেনা মুন্সী প্রমুখ।
আগামী ১৪ ফেব্রুয়ারি রাজবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।